PMO: ৭৮ বছর পর পরিবর্তন হচ্ছে প্রধানমন্ত্রী দফতর

- আপডেট : ১৭ অগাস্ট ২০২৫, রবিবার
- / 43
পুবের কলম,ওয়েবডেস্ক: স্বাধীনতার ৭৮ বছর পর ঠিকানা বদলাচ্ছে প্রধানমন্ত্রী দফতর (PMO)-এর। এযাবৎ সাউথ ব্লকেই পিএমও’র দফতর ছিল। আগামী মাসেই এগজিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হবে পিএমও। কেন্দ্রীয় সরকারের আরও কিছু শীর্ষ মন্ত্রকের কার্যালয়ও জায়গা পাচ্ছে সেখানে। সাউথ ব্লক থেকে যার দূরত্ব কয়েকশো মিটারের মধ্যেই।
জানা গেছে, সেন্ট্রাল ভিস্তা (New Central Vista) প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী দফতর স্থানান্তর হচ্ছে। আগের মতোই প্রধানমন্ত্রীর নতুন এই অফিসও (PMO) তাঁর সরকারি বাসভবনের কাছাকাছিই থাকছে। সরকারি সূত্রে খবর, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে তৈরি এই এক্সিকিউটিভ এনক্লেভে প্রধানমন্ত্রী দফতরের পাশাপাশি মন্ত্রিসভার সচিবালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় এবং আধুনিক কনফারেন্সিং সুবিধাও থাকবে। প্রধানমন্ত্রীর ভাষায়, পিএমও হবে মানুষের অফিস, মানুষের দফতর।
মোদির PMO নয়।’ ৭৮ বছরের ঠিকানা বদলের কারণ কি? প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরাতন ভবনগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। এছাড়া জায়গার সঙ্কট তো রয়েছেন। আর সেই সব কারণ মাথায় রেখেই সাউথ ব্লক থেকে প্রধানমন্ত্রীর দফতর সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি নর্থ ব্লক এবং সাউথ ব্লক থেকে স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রক কর্তব্য ভবন-৩ স্থানান্তরিত হয়েছে। চলতি মাসেই কর্তব্য ভবন-৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠায় ভারত সরকার এ নতুন ভবনগুলো বানানোর প্রয়োজনীয়তা অনুধাবন করেছে বলেই মনে করা হচ্ছে।