ATM হ্যাকার ধরল পুলিশ

- আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
- / 51
দেবশ্রী মজুমদার, মুরারইঃ অভিযান চালিয়ে সবমাল ভিন রাজ্যের তিন এটিএম হ্যাকারকে ধরল বীরভূম জেলা পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানা এলাকায়। ধৃতদের নাম আসলাম, আজারুদ্দিন ও তাসাবার হোসেন। এদের সকলের তাদের বাড়ি হরিয়ানায়।
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৪৬ হাজার ৯০০টাকা, এটিএম মেশিন খোলার তিনটে চাবি, বিভিন্ন ব্যাঙ্কের ১৫টি এটিএম কার্ড ও ৫টি সিমকার্ড।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকালে একটি চারচাকা গাড়িতে করে এই তিনজন একটি এটিএমের টাকা বহনকারী সংস্থার গাড়িকে ফলো করছিল। হরিয়ানা রাজ্যের গাড়ি ফলো করায় গাড়িতে থাকা কর্মীদের সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মুরারই থানার পুলিশ নলহাটি-মুরারই রাস্তার একটি পেট্রল পাম্পের কাছে নাকা চেকিং করে গাড়ি সহ তিনজনকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র সহ এই সব সামগ্রী উদ্ধার করা হয়। এদের জিজ্ঞাসাবাদ করে এদের চাঁইকে ধরার চেষ্টা করা হচ্ছে।