পুবের কলম, ওয়েবডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গন–এ ভাঙচুরের ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার দিনের সিসিটিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন শুভ্রপ্রতিম দে ও গৌরব বসু। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আটটি ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, অশান্তি সৃষ্টি ও উসকানির মতো একাধিক অভিযোগ আনা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। পাশাপাশি, লিওনেল মেসি–র অনুষ্ঠান আয়োজক দলের আরও ছ’জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
শনিবার যুবভারতীর গ্যালারি থেকে মেসির এক ঝলক দেখতেও বঞ্চিত হন দর্শকরা। অভিযোগ, নেতা–মন্ত্রী ও আমলাদের ভিড়ে সাধারণ দর্শকরা কিছুই দেখতে পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে হতাশ হয়ে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমীরা। সেই ক্ষোভ থেকেই শুরু হয় ভাঙচুর ও তাণ্ডব।
চূড়ান্ত অব্যবস্থা ও বিশৃঙ্খলায় প্ররোচনার অভিযোগে শনিবারই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত–কে। এদিকে, রবিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়–এর নেতৃত্বাধীন তদন্ত কমিটি যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে।





























