বেঙ্গালুরুর রেভ পার্টিতে অভিযান পুলিশের, আটক ১১৫ যুবক
- আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
- / 101
পুবের কলম, বেঙ্গালুরু: বেঙ্গালুরু শহরের উপকণ্ঠে আয়োজিত এক রেভ পার্টিতে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সেখানে হানা দেয় বেঙ্গালুরু পুলিশ। উচ্চস্বর লাইভ ডিজে এবং লাইটে মাদক খেয়ে নাচানাচি করাকেই মূলত রেভ পার্টি বলা হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় ১১৫ জন ওই পার্টিতে অংশ ছিলেন। তার কোনও মাদক সেবন করেছে কিনা তা জানার জন্য প্রত্যেককে জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
শহরের দেভিগেরে ক্রসের কাছে একটি বাড়িতে রেভ পার্টি চলছিল। সেখানে তল্লাশি অভিযান চালায় বেঙ্গালুরু দক্ষিণ জেলার পুলিশ সুপার আর শ্রীনিবাস গৌড়ার নেতৃত্বে কাগ্গালিপুরা থানার পুলিশ আধিকারিক। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই পার্টির আয়োজন করা হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পার্টিতে অংশগ্রহণকারীরা বেঙ্গালুরুর বাসিন্দা। তাদের বয়স ২০ বছর। তারা ওই পার্টিতে গাঁজা সেবন করেছে বলে অনুমান পুলিশের। বেঙ্গালুরু দক্ষিণ জেলার এসপি গৌড়া জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য আয়োজকদের আটক করা হয়েছে। এসপি বলেন, “যেখানে পার্টি চলছিল সেই সম্পত্তিটির কোনও অনুমতি ছিল না। একটি হোমস্টে হিসাবে চালানো হত। তদন্তকারীরা বেশকিছু উদ্ধার করেছেন যা ফরেনসিকে পাঠানো হয়েছে। লাইসেন্স না থাকা সম্পত্তির আয়োজক ও মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”




















