০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দূষণ নিয়ন্ত্রণে কয়লা চালিত দোকানদারদের ইস্ত্রি, এলপিজি গ্যাস সিলিন্ডার-সহ ওভেন প্রদান বোর্ডের

ফারুক আলম: কলকাতা শহর ও শহরতলীতে অঞ্চল গুলিতে বায়ু দূষণের রাশ টানতে নানা রকম ভাবে উদ্যোগী হতে দেখা গেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। বাতাসে দূষণ নিয়ন্ত্রণের সেই কর্মসূচি অংশ হিসেবে অন্যান্য বছরের মতো এবারও রাস্তার পাশে কয়লা চালিত উনান ব্যবহারকারী খাবার দোকানদার এবং কাপড় ইস্ত্রি ব্যবসায়ীদের পাশে দাঁড়াল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। পর্ষদের কর্তা ব্যক্তিদের পূর্ব অভিজ্ঞতা, খাবার দোকানদার এবং ইস্ত্রি ব্যবসায়ীদের কয়লা চালিত উনানের ব্যবহারের শহর ও শহরতলীর এলাকার বায়ুর গুণমান অনেকটাই খারাপ হয়। কঠিন কয়লা ব্যবহারের ধোঁয়ায় বাতাস দূষণের অন্যতম কারণ। তাই ওই সমস্ত কয়লা ব্যবহারকারী দোকানদারদের সচেতন বৃদ্ধির লক্ষ্যে এবং তাদের ব্যবসায়ীক সহায়তার জন্য এগিয়ে আসে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। দুই প্রকার ব্যবসায়ীদের কয়লার ব্যবহারের পরিবর্তে অত্যাধুনিক ইস্ত্রি, এলপিজি গ্যাস সিলিন্ডার-সহ ওভেন প্রদানের আগেই উদ্যোগ নিয়েছিল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।

দূষণ নিয়ন্ত্রণে কয়লা চালিত দোকানদারদের ইস্ত্রি, এলপিজি গ্যাস সিলিন্ডার-সহ ওভেন প্রদান বোর্ডের

প্রতি বছরের মতো এবারও সেই কর্মসূচি বাস্তবায়ন করল কর্তৃপক্ষ। ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’-এর অংশে বৃহস্পতিবার সল্টলেকের পরিবেশ ভবন অডিটোরিয়াম থেকে বিধাননগর পুলিশ কমিশনার অঞ্চলে সুবিধাভোগীদের হাতে প্রদান করা ইস্ত্রি, এলপিজি গ্যাস সিলিন্ডার ও ওভেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রের খবর, বৃহস্পতিবার ওই কর্মসূচি থেকে মোট ৯৮ টি এলপিজি গ্যাস সিলিন্ডার, ১১৪ টি গ্যাস লোহা ইস্ত্রি ও ওভেন দদেওয়া হয়েছে উপভোক্তাদের। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ডাঃ কল্যাণ রুদ্র, সংস্থার সদস্য সচিব আইপিএস ডাঃ রাজেশ কুমার, বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম রায় সহ প্রমুখ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দূষণ নিয়ন্ত্রণে কয়লা চালিত দোকানদারদের ইস্ত্রি, এলপিজি গ্যাস সিলিন্ডার-সহ ওভেন প্রদান বোর্ডের

আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার

ফারুক আলম: কলকাতা শহর ও শহরতলীতে অঞ্চল গুলিতে বায়ু দূষণের রাশ টানতে নানা রকম ভাবে উদ্যোগী হতে দেখা গেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। বাতাসে দূষণ নিয়ন্ত্রণের সেই কর্মসূচি অংশ হিসেবে অন্যান্য বছরের মতো এবারও রাস্তার পাশে কয়লা চালিত উনান ব্যবহারকারী খাবার দোকানদার এবং কাপড় ইস্ত্রি ব্যবসায়ীদের পাশে দাঁড়াল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। পর্ষদের কর্তা ব্যক্তিদের পূর্ব অভিজ্ঞতা, খাবার দোকানদার এবং ইস্ত্রি ব্যবসায়ীদের কয়লা চালিত উনানের ব্যবহারের শহর ও শহরতলীর এলাকার বায়ুর গুণমান অনেকটাই খারাপ হয়। কঠিন কয়লা ব্যবহারের ধোঁয়ায় বাতাস দূষণের অন্যতম কারণ। তাই ওই সমস্ত কয়লা ব্যবহারকারী দোকানদারদের সচেতন বৃদ্ধির লক্ষ্যে এবং তাদের ব্যবসায়ীক সহায়তার জন্য এগিয়ে আসে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। দুই প্রকার ব্যবসায়ীদের কয়লার ব্যবহারের পরিবর্তে অত্যাধুনিক ইস্ত্রি, এলপিজি গ্যাস সিলিন্ডার-সহ ওভেন প্রদানের আগেই উদ্যোগ নিয়েছিল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।

দূষণ নিয়ন্ত্রণে কয়লা চালিত দোকানদারদের ইস্ত্রি, এলপিজি গ্যাস সিলিন্ডার-সহ ওভেন প্রদান বোর্ডের

প্রতি বছরের মতো এবারও সেই কর্মসূচি বাস্তবায়ন করল কর্তৃপক্ষ। ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’-এর অংশে বৃহস্পতিবার সল্টলেকের পরিবেশ ভবন অডিটোরিয়াম থেকে বিধাননগর পুলিশ কমিশনার অঞ্চলে সুবিধাভোগীদের হাতে প্রদান করা ইস্ত্রি, এলপিজি গ্যাস সিলিন্ডার ও ওভেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রের খবর, বৃহস্পতিবার ওই কর্মসূচি থেকে মোট ৯৮ টি এলপিজি গ্যাস সিলিন্ডার, ১১৪ টি গ্যাস লোহা ইস্ত্রি ও ওভেন দদেওয়া হয়েছে উপভোক্তাদের। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ডাঃ কল্যাণ রুদ্র, সংস্থার সদস্য সচিব আইপিএস ডাঃ রাজেশ কুমার, বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম রায় সহ প্রমুখ।