গাজার সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করলেন পোপ লিও চতুর্দশ

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 137
পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে সংঘাত ও রক্তপাতের ভেতরেও যারা সত্য তুলে ধরছেন, সেই সাংবাদিকদের প্রশংসা করলেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। বৃহস্পতিবার ভ্যাটিকানে সংবাদ সংস্থাগুলোর প্রধান ও নির্বাহীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আজ যদি আমরা জানতে পারি গাজা, ইউক্রেন বা অন্য কোনও যুদ্ধবিধ্বস্ত ভূমিতে কী ঘটছে, তার কৃতিত্ব মূলত সেই সাংবাদিকদের, যারা জীবন বাজি রেখে সত্য পৌঁছে দিচ্ছেন।’
ভ্যাটিকানে আয়োজিত মিন্ডস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিজ ইউনিয়নের ৩৯তম সম্মেলনে অংশ নেন বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থার প্রতিনিধিরা। সেখানে পোপ বলেন, ‘যোগাযোগের উদ্দেশ্য কেবল তথ্য বিনিময় নয়; বরং কে তথ্য দিচ্ছে এবং কেন দিচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর দেওয়া নয়, বরং সমাজে সচেতনতা ও নৈতিক চিন্তাধারা গড়ে তোলা। সত্য ও ন্যায়ের সেবায় সাংবাদিক ও নাগরিকদের পারস্পরিক সহযোগিতা সমাজে ‘একটি সদ্গুণের চক্র’ তৈরি করে, যা গোটা মানবতার মঙ্গল সাধন করে।
যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাংবাদিকদের প্রাণহানির বিষয়টি উল্লেখ করে পোপ বলেন, ‘অনেক সাংবাদিক তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন। তারা যুদ্ধের শিকার; আর সেই যুদ্ধের মতাদর্শেরও, যা চায় সাংবাদিকরা যেন সেখানে উপস্থিত না থাকেন। আমরা তাঁদের ভুলতে পারি না।’ এই বছরের মে মাসে নির্বাচনের পর পোপ লিও চতুর্দশ জেল বন্দি সাংবাদিকদের মুক্তির আহ্বান জানিয়েছিলেন।
বৃহস্পতিবার তিনি সেই আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, ‘সংবাদ সংস্থাগুলো যোগাযোগ জগতের সম্মুখ সারিতে কাজ করে। তাদের কাজ অর্থনৈতিক টিকে থাকার পাশাপাশি নির্ভুল ও ভারসাম্যপূর্ণ তথ্যের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা।’ পোপ আরও বলেন, ‘সাংবাদিকতা কখনও অপরাধ নয়; এটি একটি অধিকার, যা রক্ষা করা উচিত। তথ্যপ্রাপ্তির স্বাধীনতা আমাদের সমাজের স্তম্ভ, তাই একে সুরক্ষিত রাখা আমাদের নৈতিক দায়িত্ব।’