০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনের ‘সহকারী’ হবেন না, রুশ বিশপকে সতর্কতা পোপের

ইমামা খাতুন
  • আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্ক: রুশ অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলকে নিয়ে বেশকিছু বিতর্কিত মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। এরপরই রাশিয়ার অর্থডক্স চার্চ কর্তৃপক্ষ ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের তীব্র সমালোচনা করেছে। কিরিলের প্রতি আহ্বান জানিয়ে পোপ ফ্রান্সিস বলেন, কোনও মতেই পুতিনের ’আল্টার বয়’ বা সহকারী বা মুখপাত্র হবেন না। খ্রিস্টান চার্চে ‘আল্টার বয়’ বলা হয় সেই বালককে, যে চার্চের যাজকের সহকারী হিসেবে থাকে৷ রুশ অর্থডক্স চার্চের প্রধানকে পুতিনের আল্টার বয় না হতে বলায়, বিষয়টি নিয়ে বেশ ক্ষুদ্ধ হয়েছে রুশ চার্চ কর্তৃপক্ষ। তারা বলেছে, এমন মন্তব্য পরবর্তী আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলবে ও সম্পর্ক খারাপ করবে। রাশিয়ার চার্চ বলেছে, যুদ্ধ শুরু হওয়ার দেড় মাস পর যখন কিরিল ও ফ্রান্সিস সরাসরি কথা বলেছেন তখন পোপের কাছ থেকে এমন সুরে মন্তব্য দুঃখজনক। এদিকে রুশ অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল ইউক্রেনে রাশিয়ার চলমান কথিত সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছেন এবং এ অভিযানের পক্ষে কথা বলেছেন৷ ৭৫ বছর বয়সী এ ধর্ম যাজকের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বেশ ভালো সম্পর্ক রয়েছে৷ স্বভাবতই এই প্যাট্রিয়ার্ক কিরিল এখন ইইউয়ের নয়া টার্গেটে পরিণত হয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার তালিকায় রুশ অর্থডক্স চার্চের প্রধান ধর্মযাজক প্যাট্রিয়ার্ক কিরিলও রয়েছেন। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়ার বাইরে কিরিলের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ইইউ প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার কালো তালিকায় শত শত সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীও রয়েছেন। ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনকে সমর্থন দেওয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। এ ছাড়া রাশিয়া থেকে তেল আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে তা রাশিয়ার ওপর ইইউর’ ষষ্ঠ নিষেধাজ্ঞা হবে। ইইউ’র নতুন এ পদক্ষেপের আওতায় পুতিন ঘনিষ্ঠদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নতুন এ নিধেষাজ্ঞা কার্যকরের জন্য ইইউর দেশগুলোর সমর্থন প্রয়োজন। নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে ইইউ সদস্য দেশগুলো চলতি সপ্তাহে বৈঠকে বসবে।

আরও পড়ুন: পূর্ব ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুতিনের ‘সহকারী’ হবেন না, রুশ বিশপকে সতর্কতা পোপের

আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: রুশ অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলকে নিয়ে বেশকিছু বিতর্কিত মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। এরপরই রাশিয়ার অর্থডক্স চার্চ কর্তৃপক্ষ ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের তীব্র সমালোচনা করেছে। কিরিলের প্রতি আহ্বান জানিয়ে পোপ ফ্রান্সিস বলেন, কোনও মতেই পুতিনের ’আল্টার বয়’ বা সহকারী বা মুখপাত্র হবেন না। খ্রিস্টান চার্চে ‘আল্টার বয়’ বলা হয় সেই বালককে, যে চার্চের যাজকের সহকারী হিসেবে থাকে৷ রুশ অর্থডক্স চার্চের প্রধানকে পুতিনের আল্টার বয় না হতে বলায়, বিষয়টি নিয়ে বেশ ক্ষুদ্ধ হয়েছে রুশ চার্চ কর্তৃপক্ষ। তারা বলেছে, এমন মন্তব্য পরবর্তী আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলবে ও সম্পর্ক খারাপ করবে। রাশিয়ার চার্চ বলেছে, যুদ্ধ শুরু হওয়ার দেড় মাস পর যখন কিরিল ও ফ্রান্সিস সরাসরি কথা বলেছেন তখন পোপের কাছ থেকে এমন সুরে মন্তব্য দুঃখজনক। এদিকে রুশ অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল ইউক্রেনে রাশিয়ার চলমান কথিত সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছেন এবং এ অভিযানের পক্ষে কথা বলেছেন৷ ৭৫ বছর বয়সী এ ধর্ম যাজকের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বেশ ভালো সম্পর্ক রয়েছে৷ স্বভাবতই এই প্যাট্রিয়ার্ক কিরিল এখন ইইউয়ের নয়া টার্গেটে পরিণত হয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার তালিকায় রুশ অর্থডক্স চার্চের প্রধান ধর্মযাজক প্যাট্রিয়ার্ক কিরিলও রয়েছেন। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়ার বাইরে কিরিলের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ইইউ প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার কালো তালিকায় শত শত সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীও রয়েছেন। ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনকে সমর্থন দেওয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। এ ছাড়া রাশিয়া থেকে তেল আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে তা রাশিয়ার ওপর ইইউর’ ষষ্ঠ নিষেধাজ্ঞা হবে। ইইউ’র নতুন এ পদক্ষেপের আওতায় পুতিন ঘনিষ্ঠদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নতুন এ নিধেষাজ্ঞা কার্যকরের জন্য ইইউর দেশগুলোর সমর্থন প্রয়োজন। নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে ইইউ সদস্য দেশগুলো চলতি সপ্তাহে বৈঠকে বসবে।

আরও পড়ুন: পূর্ব ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি’