বালেশ্বর যাওয়ার আগে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, সঙ্গে শাহও

- আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার
- / 22
পুবের কলম ওয়েবডেস্ক: বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে শনিবার জরুরি বৈঠক করলেন তিনি। বৈঠকে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দেখা করবেন আহতদের সঙ্গে। ওড়িশায় ৩টি ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই মর্মান্তিক ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরী।
সূত্রের খবর, রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে যাচ্ছেন মোদি।