আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

- আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 154
পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের জন্য ১০১৭ কোটি টাকা ব্যয় হবে। রাজ্যের প্রায় আড়াই লাখ পরিবার উপকৃত হবে। দেশের কোটি কোটি মানুষ এর সুবিধা পান।
আলিপুরদুয়ারে জনসভার আগে সিকিমে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করার পর দেখা যায়, আবহাওয়া খারাপ। সেই কারণেই সিকিম যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। বাগডোগরা থেকেই ভার্চুয়াল মাধ্যমে সিকিমের কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। আবহাওয়া অনুকূল হলে কপ্টারে রওনা দেন আলিপুরদুয়ারের উদ্দেশে। আলিপুরদুয়ারে দুপুর ২টো নাগাদ পৌঁছোনোর কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগেই আলিপুরদুয়ারে পৌঁছে যান প্রধানমন্ত্রী এবং গ্যাস প্রকল্পের উদ্বোধন করেন।
The foundation stone for the City Gas Distribution Project, which is being laid today in Alipurduar, highlights our commitment to strengthening the region’s clean energy infrastructure.
https://t.co/2it69hLGrr— Narendra Modi (@narendramodi) May 29, 2025