২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের প্রয়াণে শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী সহ দেশের রাষ্ট্রনায়কদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোর রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আহমেদাবাদের ইউএন ইন্সটিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রির্সাচ সেন্টারে প্রয়াত হন তিনি। শোকের আবহে নিজের কর্তব্যে পালনে অবিচল থেকে ভার্চুয়ালি বন্দে ভারত সহ বাংলায় জোকা-বিবাদী মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পরে মায়ের শেষযাত্রায় কাঁধ দেওয়া সহ মুখাগ্নি করলেন প্রধানমন্ত্রী। তার পরেই সরকারি প্রকল্পে সূচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন দেশের রাষ্ট্রনায়ক থেকে নেতা-মন্ত্রীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের প্রয়াণে শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী সহ দেশের রাষ্ট্রনায়কদের

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

 

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

 

আরও পড়ুন: ‘জাহান-এ-খুসরো’তে সুফি সংগীতের প্রতিধ্বনিতে মাতলেন প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় বলেছেন, ‘ এই শোকের মুহূর্তে আমি বুঝতে পারছি না, কিভাবে আপনাকে ও আপনার পরিবারকে শোকবার্তা জানাব। আজ খুব দুঃখের দিন, তা সত্ত্বেও আপনি ভার্চুয়ালি কর্মসূচিতে উপস্থিত থেকেছেন। এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার কাজের মধ্য দিয়েই আপনার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের প্রয়াণে শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী সহ দেশের রাষ্ট্রনায়কদের

 

বর্ষীয়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধি একটি ট্যুইটে লিখেছেন, ‘খুবই দুঃখের খবর। এই কঠিন সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি।’

 

ট্যুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধি। তিনি লিখেছেন, ‘ভগবানের চরণে স্থান মিলুক হীরাবেন মোদির। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সব সদস্যদের প্রতি আমার সমবেদনা’।

 

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ট্যুইটে লিখেছেন, ‘নরেন্দ্র মোদিরজীর মায়ের মৃত্যুতে আমার গভীর সমবেদনা ও প্রয়াত হীরাবেনকে শ্রদ্ধা জানাই। তাঁর কঠিন সংগ্রাম সকল মানুষের জীবনে অনুপ্রেরণার কাজ করবে। হীরাবেনের সংগ্রামী ও পুণ্যময় জীবন সর্বদা অনুপ্রেরণা, যার স্নেহ ও সত্যবাদিতা দেশকে একটি সফল নেতৃত্ব দিয়েছে। মোদিজীর মায়ের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, এই শূন্যতা পূরণ করা অসম্ভব।’

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকজ্ঞাপন করে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মা শ্রদ্ধেয় হীরাবেনের মৃত্যুর খুবই দুঃখজনক ঘটনা। মা একজন মানুষের জীবনের প্রথম বন্ধু এবং শিক্ষক, তাদের হারানোর বেদনা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট।’

 

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোকজ্ঞাপন করে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৃত্যুতে গভীর সমবেদনা জানাই। মায়ের মৃত্যু একজনের জীবনে এমন শূন্যতা তৈরি করে যা পূরণ করা অসম্ভব। এই শোকের মুহূর্তে আমি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি’।

 

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গভীর সমবেদনা জানিয়ে ট্যুইটে লিখছেন, ‘শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা’ হীরাবেনের মৃত্যুতে গভীর সমবেদনা জানাই। তিনি ছিলেন উদারতা, সরলতা, কঠোর পরিশ্রম এবং জীবনের উচ্চ মূল্যবোধের প্রতীক। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি’।

 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, ‘হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। নরেন্দ্র মোদিকে তার প্রিয় মাকে হারানোর জন্য আমার আন্তরিক সমবেদনা। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শোকজ্ঞাপন করে ট্যুইটে বলেছেন, ‘প্রিয় নরেন্দ্র মোদিজী আপনার মায়ের সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক কারুর অজানা নয়। মা হারানোর শোক কারো জন্য সহ্য করা খুব কঠিন। আমি গভীরভাবে দুঃখিত এবং আপনার ক্ষতির জন্য আমি কতটা দুঃখিত তা বর্ণনা করতে পারছি না’।

 

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি ট্যুইটারে গভীর সমবেদনা প্রকাশ করে জানিয়েছেন, ‘নরেন্দ্র মোদিজীর জন্য আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে আমি পরিবারের পাশে আছি’।

 

বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর ও পি চিদাম্বরম হীরাবেনের প্রয়াণে গভীর সমবেদনা জানিয়েছেন। থারুর ট্যুইটে লিখেছেন, “মানুষ যত বড়ই হোক না কেন, তার মাকে দরকার। খুবই দুঃখজনক খবর।’

শোকজ্ঞাপন করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে সহ প্রাক্তন ক্রিকেটার শচিন তেণ্ডুলকর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের প্রয়াণে শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী সহ দেশের রাষ্ট্রনায়কদের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোর রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আহমেদাবাদের ইউএন ইন্সটিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রির্সাচ সেন্টারে প্রয়াত হন তিনি। শোকের আবহে নিজের কর্তব্যে পালনে অবিচল থেকে ভার্চুয়ালি বন্দে ভারত সহ বাংলায় জোকা-বিবাদী মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পরে মায়ের শেষযাত্রায় কাঁধ দেওয়া সহ মুখাগ্নি করলেন প্রধানমন্ত্রী। তার পরেই সরকারি প্রকল্পে সূচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন দেশের রাষ্ট্রনায়ক থেকে নেতা-মন্ত্রীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের প্রয়াণে শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী সহ দেশের রাষ্ট্রনায়কদের

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

 

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

 

আরও পড়ুন: ‘জাহান-এ-খুসরো’তে সুফি সংগীতের প্রতিধ্বনিতে মাতলেন প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় বলেছেন, ‘ এই শোকের মুহূর্তে আমি বুঝতে পারছি না, কিভাবে আপনাকে ও আপনার পরিবারকে শোকবার্তা জানাব। আজ খুব দুঃখের দিন, তা সত্ত্বেও আপনি ভার্চুয়ালি কর্মসূচিতে উপস্থিত থেকেছেন। এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার কাজের মধ্য দিয়েই আপনার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের প্রয়াণে শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী সহ দেশের রাষ্ট্রনায়কদের

 

বর্ষীয়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধি একটি ট্যুইটে লিখেছেন, ‘খুবই দুঃখের খবর। এই কঠিন সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি।’

 

ট্যুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধি। তিনি লিখেছেন, ‘ভগবানের চরণে স্থান মিলুক হীরাবেন মোদির। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সব সদস্যদের প্রতি আমার সমবেদনা’।

 

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ট্যুইটে লিখেছেন, ‘নরেন্দ্র মোদিরজীর মায়ের মৃত্যুতে আমার গভীর সমবেদনা ও প্রয়াত হীরাবেনকে শ্রদ্ধা জানাই। তাঁর কঠিন সংগ্রাম সকল মানুষের জীবনে অনুপ্রেরণার কাজ করবে। হীরাবেনের সংগ্রামী ও পুণ্যময় জীবন সর্বদা অনুপ্রেরণা, যার স্নেহ ও সত্যবাদিতা দেশকে একটি সফল নেতৃত্ব দিয়েছে। মোদিজীর মায়ের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, এই শূন্যতা পূরণ করা অসম্ভব।’

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকজ্ঞাপন করে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মা শ্রদ্ধেয় হীরাবেনের মৃত্যুর খুবই দুঃখজনক ঘটনা। মা একজন মানুষের জীবনের প্রথম বন্ধু এবং শিক্ষক, তাদের হারানোর বেদনা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট।’

 

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোকজ্ঞাপন করে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৃত্যুতে গভীর সমবেদনা জানাই। মায়ের মৃত্যু একজনের জীবনে এমন শূন্যতা তৈরি করে যা পূরণ করা অসম্ভব। এই শোকের মুহূর্তে আমি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি’।

 

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গভীর সমবেদনা জানিয়ে ট্যুইটে লিখছেন, ‘শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা’ হীরাবেনের মৃত্যুতে গভীর সমবেদনা জানাই। তিনি ছিলেন উদারতা, সরলতা, কঠোর পরিশ্রম এবং জীবনের উচ্চ মূল্যবোধের প্রতীক। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি’।

 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, ‘হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। নরেন্দ্র মোদিকে তার প্রিয় মাকে হারানোর জন্য আমার আন্তরিক সমবেদনা। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শোকজ্ঞাপন করে ট্যুইটে বলেছেন, ‘প্রিয় নরেন্দ্র মোদিজী আপনার মায়ের সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক কারুর অজানা নয়। মা হারানোর শোক কারো জন্য সহ্য করা খুব কঠিন। আমি গভীরভাবে দুঃখিত এবং আপনার ক্ষতির জন্য আমি কতটা দুঃখিত তা বর্ণনা করতে পারছি না’।

 

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি ট্যুইটারে গভীর সমবেদনা প্রকাশ করে জানিয়েছেন, ‘নরেন্দ্র মোদিজীর জন্য আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে আমি পরিবারের পাশে আছি’।

 

বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর ও পি চিদাম্বরম হীরাবেনের প্রয়াণে গভীর সমবেদনা জানিয়েছেন। থারুর ট্যুইটে লিখেছেন, “মানুষ যত বড়ই হোক না কেন, তার মাকে দরকার। খুবই দুঃখজনক খবর।’

শোকজ্ঞাপন করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে সহ প্রাক্তন ক্রিকেটার শচিন তেণ্ডুলকর