০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নবী মুহাম্মদ সা. অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার
  • / 77

পুবের কলম ওয়েবডেস্কঃ মহানবী হযরত মুহাম্মদ  সা­ সম্পর্কে বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে   রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে  ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে বিখ্যাত নাতে রাসূল ‘তলাআল বাদরু আলাইনা’ পরিবেশন করেন। মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ সা. যখন মদিনা পৌঁছেছিলেন, তখন এই নাত পরিবেশন করে তাঁকে মদিনাবাসী স্বাগত জানিয়েছিল।

 

আরও পড়ুন: Khyber Pakhtunkhwa: চিনা জেট থেকে বোমা হামলা,পাকিস্তানে ৩০ নিহত

এদিনের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ হল ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়। কলরব শিল্পীগোষ্ঠী, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক গানের ব্যান্ড সিলসিলাসহ এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাসূলের সা. শানে নাতে রাসূল পরিবেশন করেন। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম অপু বলেন, আমরা যেজন্য  আজকে এখানে দাঁড়িয়েছি,  যে মানবতার মহানায়কের জন্য, তাঁর চরিত্রের সনদ স্বয়ং আল্লাহতাআলাই  দিয়েছেন। আমরা তাঁর সম্মানার্থে এখানে দাঁড়িয়েছি। তাঁকে অপমান করার ক্ষমতা কারো নেই। ফিন্যান্স বিভাগের শিক্ষক ইমরান হোসেন বলেন, রাসূলের সা­ চরিত্র মহান আল্লাহ নিজেই কুরআনে বলেছেন। এটা আমরা জানি এবং আল্লাহও কুরআনে নিজেই বলেছেন। বিভিন্ন যুগে রাসূল সা কে নিয়ে আগেও এরকম হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, এটাও কুরআনেই বলা হয়েছে। তবে আমাদের ঈমানী দায়িত্ব থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার আমরা তা করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন : ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে উৎসব-মুখর পরিবেশে

আরও পড়ুন: উত্তাল লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে বাহিনী

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী মুহাম্মদ সা. অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মহানবী হযরত মুহাম্মদ  সা­ সম্পর্কে বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে   রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে  ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে বিখ্যাত নাতে রাসূল ‘তলাআল বাদরু আলাইনা’ পরিবেশন করেন। মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ সা. যখন মদিনা পৌঁছেছিলেন, তখন এই নাত পরিবেশন করে তাঁকে মদিনাবাসী স্বাগত জানিয়েছিল।

 

আরও পড়ুন: Khyber Pakhtunkhwa: চিনা জেট থেকে বোমা হামলা,পাকিস্তানে ৩০ নিহত

এদিনের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ হল ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়। কলরব শিল্পীগোষ্ঠী, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক গানের ব্যান্ড সিলসিলাসহ এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাসূলের সা. শানে নাতে রাসূল পরিবেশন করেন। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম অপু বলেন, আমরা যেজন্য  আজকে এখানে দাঁড়িয়েছি,  যে মানবতার মহানায়কের জন্য, তাঁর চরিত্রের সনদ স্বয়ং আল্লাহতাআলাই  দিয়েছেন। আমরা তাঁর সম্মানার্থে এখানে দাঁড়িয়েছি। তাঁকে অপমান করার ক্ষমতা কারো নেই। ফিন্যান্স বিভাগের শিক্ষক ইমরান হোসেন বলেন, রাসূলের সা­ চরিত্র মহান আল্লাহ নিজেই কুরআনে বলেছেন। এটা আমরা জানি এবং আল্লাহও কুরআনে নিজেই বলেছেন। বিভিন্ন যুগে রাসূল সা কে নিয়ে আগেও এরকম হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, এটাও কুরআনেই বলা হয়েছে। তবে আমাদের ঈমানী দায়িত্ব থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার আমরা তা করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন : ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে উৎসব-মুখর পরিবেশে

আরও পড়ুন: উত্তাল লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে বাহিনী