নেতানিয়াহুর সফরের প্রতিবাদে ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 263
পুবের কলম ওয়েবডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চলমান যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করে রবিবার ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনপন্থী বহু সংগঠন ও নাগরিক। এটি গত ৬ মাসে নেতানিয়াহুর তৃতীয় আমেরিকা সফর। বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ শ্লোগান তোলে এবং ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে অবস্থান নেয়। তাদের অনেকের হাতে ছিল পোস্টার; যেমন ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, ফিলিস্তিন টিকে থাকুক এবং ওয়ান্টেড: নেতানিয়াহু।
আন্দোলনে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে ছিল ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি), যারা সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা নেতানিয়াহুর সফরের তীব্র সমালোচনা করে এবং গাজায় চলমান ইসরাইলি অভিযানের পেছনে মার্কিন সমর্থন প্রত্যাহারের আহ্বান জানায়।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একইদিন সাংবাদিকদের জানান, গাজা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি নিয়ে হামাসের সঙ্গে একটি সমঝোতা সম্ভব হতে পারে। নেতানিয়াহুর সঙ্গে আসন্ন বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তইসরাইলের সঙ্গে আমরা বহু বিষয়ে কাজ করছি;তার মধ্যে একটি হচ্ছে ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তির সম্ভাবনা।
যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহু হোয়াইট হাউস ছাড়াও ডেমোক্র্যাট ও রিপাবলিকান;উভয় দলের সিনিয়র কংগ্রেস সদস্য এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।