ইমরান খানের দলের প্রতীক বাতিল করল নির্বাচন কমিশন

- আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার
- / 28
পুবের কলম ওয়েব ডেস্ক: পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ‘ব্যাট’ প্রতীক বাতিল করেছে। শুক্রবার সন্ধ্যায় এ-সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ পিটিআইয়ের প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি দলটির অভ্যন্তরীণ নির্বাচনকেও বেআইনি ঘোষণা করেছে। পিটিআইয়ের প্রাক্তন সদস্য আকবর এস বাবরের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এসব সিদ্ধান্ত দিয়েছে। আকবর এস বাবর তাঁর আবেদনে দাবি করেছিলেন, পিটিআই নিয়ম মেনে নির্বাচন করেনি। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে পিটিআইয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। এর প্রতিষ্ঠাতা ইমরান খান কয়েক মাস ধরে কারাবন্দি। শীঘ্রই তাঁর মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। নির্বাচন কমিশনের আদেশে বলা হয়েছে, ‘পিটিআই নির্দেশনা মেনে চলেনি এবং পিটিআই নির্বাচনী আইন-২০১৭ ও নির্বাচনী বিধিমালা-২০১৭ অনুযায়ী অভ্যন্তরীণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।’ বিশ্লেষকরা বলছেন, দলের অভ্যন্তরীণ নির্বাচনকে বেআইনি ঘোষণা করায় ব্যারিস্টার গহর আলি খান আর পিটিআইয়ের শীর্ষ নেতা থাকছেন না। ইমরান খানের অনুপস্থিতিতে তাঁকে দলের চেয়ারম্যান করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস বলেন, নির্বাচন কমিশন ‘কখনও’ কোনও রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নির্বাচনকে বেআইনি ঘোষণা করেনি। পিটিআইকে ‘চাপে ফেলা হয়েছে’ বলে মনে করেন তিনি।