‘মিডিয়া ব্র্যান্ড অফ দ্য ইয়ার’ পুরস্কার পেল পুবের কলম

- আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার
- / 64

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম প্রতিবেদকঃ ‘মাইসার’ সংস্থা অর্থনীতির ও ব্যবসার প্রসারের জন্য কাজ করতে থাকে।বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসাকে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাহায্য করা ও বাণিজ্যের সুযোগ-সুবিধাকে তুলে ধরার জন্য এই সংস্থাটি গত ১০ বছর ধরে কাজ করে চলেছে। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই হচ্ছে এই সংস্থাটির সদর দফতর।
‘মাইসার’ এই উদ্দেশে দেশের বড় বড় শহরে সংখ্যালঘুদের জন্য ‘বিজনেস সামিট’-এর আয়োজন করে।
দানিশ রিয়াজ সংস্থাটির অন্যতম পরিকল্পক ও প্রধান পরিচালক। ‘মাইসাত’ এর ২০২১-এর বিজনেস সামিট সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়। এই বিজনেস সামিটে ব্যবসা ও মিডিয়ার ক্ষেত্রে ১০টি পুরস্কার প্রদান করা হয়।
অর্থনীতি, শিক্ষা, কমিউনিটির সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ‘মাইসাত’ আঞ্চলিক মিডিয়ার ২০২১ সালের ব্র্যান্ড হিসেবে ‘পুবের কলম’ প্রত্রিকাকে নির্বাচিত করে।
পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান ১৪ নভেম্বর কলামন্দিরের ‘মাইসাত’ এর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ‘মাইসাত’ এর পরিচালক দানিশ রিয়াজ ও আবু তালহা জামাল কাসমি পুবের কলম দফতরে এসে পুবের কলমকে প্রদত্ত এই মিডিয়া অ্যাওয়ার্ড সম্পাদক আহমদ হাসান ইমরানের হাতে তুলে দেন।
তাঁরা দেশের মিডিয়া, শিক্ষা, উন্নয়ন ও ব্যবসা সম্পর্কিত বিষয়ে মতামত বিনিময় করেন।