০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের পতন হবেই: কাসেম নাঈম

সুস্মিতা
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • / 345

Lebanon’s Hezbollah Chief Naim Qassem gives a televised speech from an unknown location, July 30, 2025 in this screen grab from video. Al Manar TV/REUTERS TV/via REUTERS/File Photo

পুবের কলম ওয়েবডেস্ক: সম্প্রতি হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম এক টেলিভিশন ভাষণে দৃঢ়তার সঙ্গে বলেছেন, দখল, অবিচার ও অপরাধের ওপর ভিত্তি করে গঠিত ইসরাইলের পতন হবেই। পেজার হামলার প্রথম বার্ষিকীতে দেওয়া এই বক্তব্যে তিনি প্রতিরোধের আদর্শ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ইসরাইল নামক সত্তাটি যেহেতু দখল, অবিচার ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত, তাই এর পতন নিশ্চিত। তিনি আরও বলেন, প্রতিরোধীরা মুক্তি না আসা পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, এবং সেই পথে হয় বিজয় আসবে, নয়তো শাহাদাত। আর এই দুটোর মধ্যেই রয়েছে চিরন্তন বিজয়।

শেখ কাসেম পেজার হামলায় আহতদের উদ্দেশ্যে বলেন,  তোমরাই আশার চাবিকাঠি এবং অনন্ত জীবনের প্রতিচ্ছবি। তোমরা ক্ষত থেকে সেরে উঠছ এবং সেগুলোকে অতিক্রম করে যাচ্ছ – এটাই সবচেয়ে বড় বিজয়। তিনি বলেন, শত্রু তোমাদের শক্তি কেড়ে নিতে চেয়েছিল এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আজ তোমরা আরও বেশি শক্তি ও নতুন প্রাণশক্তি নিয়ে ফিরে এসেছ।তিনি আহতদের স্মরণ করিয়ে দেন যে, তারা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, অন্যান্য শহীদ নেতা এবং সকল মুজাহিদীনের পথ অনুসরণ করছেন, যারা ইমাম মাহদীর (আ.) পতাকার দিকে তাকিয়ে আছেন।

শেখ কাসেমের এই ভাষণ এমন এক সময়ে এসেছে, যখন ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বিদ্যমান। তার কথায়, তোমরা প্রতিরোধের মূলসত্তা, এক জীবন্ত প্রমাণ যা বিশ্বজুড়ে পণ্ডিতদের কাছে প্রতিধ্বনিত হচ্ছে। এই প্রতিরোধের পথেই চূড়ান্ত বিজয় আসবে বলে তিনি জোর দিয়ে জানান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের পতন হবেই: কাসেম নাঈম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: সম্প্রতি হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম এক টেলিভিশন ভাষণে দৃঢ়তার সঙ্গে বলেছেন, দখল, অবিচার ও অপরাধের ওপর ভিত্তি করে গঠিত ইসরাইলের পতন হবেই। পেজার হামলার প্রথম বার্ষিকীতে দেওয়া এই বক্তব্যে তিনি প্রতিরোধের আদর্শ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ইসরাইল নামক সত্তাটি যেহেতু দখল, অবিচার ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত, তাই এর পতন নিশ্চিত। তিনি আরও বলেন, প্রতিরোধীরা মুক্তি না আসা পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, এবং সেই পথে হয় বিজয় আসবে, নয়তো শাহাদাত। আর এই দুটোর মধ্যেই রয়েছে চিরন্তন বিজয়।

শেখ কাসেম পেজার হামলায় আহতদের উদ্দেশ্যে বলেন,  তোমরাই আশার চাবিকাঠি এবং অনন্ত জীবনের প্রতিচ্ছবি। তোমরা ক্ষত থেকে সেরে উঠছ এবং সেগুলোকে অতিক্রম করে যাচ্ছ – এটাই সবচেয়ে বড় বিজয়। তিনি বলেন, শত্রু তোমাদের শক্তি কেড়ে নিতে চেয়েছিল এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আজ তোমরা আরও বেশি শক্তি ও নতুন প্রাণশক্তি নিয়ে ফিরে এসেছ।তিনি আহতদের স্মরণ করিয়ে দেন যে, তারা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, অন্যান্য শহীদ নেতা এবং সকল মুজাহিদীনের পথ অনুসরণ করছেন, যারা ইমাম মাহদীর (আ.) পতাকার দিকে তাকিয়ে আছেন।

শেখ কাসেমের এই ভাষণ এমন এক সময়ে এসেছে, যখন ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বিদ্যমান। তার কথায়, তোমরা প্রতিরোধের মূলসত্তা, এক জীবন্ত প্রমাণ যা বিশ্বজুড়ে পণ্ডিতদের কাছে প্রতিধ্বনিত হচ্ছে। এই প্রতিরোধের পথেই চূড়ান্ত বিজয় আসবে বলে তিনি জোর দিয়ে জানান।