পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে ইসরাইলি বিমান হামলার (Israel attacked Qatar) তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, হামাসকে লক্ষ্য করে দোহায় চালানো এ হামলা “ইসরাইল বা যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যই পূরণ করে না।” হামলার স্থান নির্বাচন নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া বার্তায় ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি বিষয়টি জানতে পারেন। তবে তখন হামলা বন্ধ করার আর সুযোগ ছিল না। তিনি কাতারকে যুক্তরাষ্ট্রের “ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু” হিসেবে উল্লেখ করে বলেন, “এটি (ইসরাইলি প্রধানমন্ত্রী) নেতানিয়াহুর সিদ্ধান্ত ছিল, আমার নয়।”
হামাস জানায়, ওই হামলায় ছয়জন নিহত হয়েছে, তাদের মধ্যে কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও আছেন। তবে গোষ্ঠীটির নেতৃত্ব রক্ষা পেয়েছে। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সুনির্দিষ্ট অস্ত্র’ ব্যবহার করে হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করেছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, অভিযানে ১৫টি যুদ্ধবিমান অংশ নেয় এবং একটি লক্ষ্যবস্তুতে ১০টি বোমা নিক্ষেপ করা হয়।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার (Israel attacked Qatar) অনুমোদনের কথা স্বীকার করে বলেন, “হামাস নেতাদের জন্য কোনো ছাড় থাকবে না।” কিন্তু ট্রাম্প এক বিরল অবস্থান নিয়ে নেতানিয়াহুকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন। তিনি লেখেন, “একটি সার্বভৌম দেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতার শান্তি প্রতিষ্ঠায় আমাদের সাথে কাজ করছে। সেখানে একতরফা বোমাবর্ষণ ইসরাইল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে কোনোভাবেই এগিয়ে নিতে পারে না।” পরে সাংবাদিকদের সাথেও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমি পুরো বিষয়টিতে মোটেও খুশি নই।”




















