০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নশীল লেবাননকে বিশ্বকাপে ব্যবহৃত বাস দিচ্ছে কাতার

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 117

পুবের কলম ওয়েব ডেস্ক:  মধ্যপ্রাচ্যের প্রথম কোনও দেশ হিসেবে কাতার ফুটবল  বিশ্বকাপ আয়োজন করল। মুসলিম প্রধান দেশ কাতার এই বিশ্বকাপ আয়োজন করায় শুরুতে তাদের স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ, সমকামিদের প্রবেশ নিষেধাজ্ঞা সহ একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় মেতে উঠেছিল ইউরোপীয় মিডিয়া।

 

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

এমনকি কাতারে স্টেডিয়ামে তৈরি করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকদের ওপর অত্যাচারের বিষয়টিও তুলে ধরে তারা। যদিও পশ্চিমা মিডিয়ার এই সব নেতিবাচক প্রচারকে আমল না দিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন করল কাতার। আর সেই আনন্দে এবারে তারা বিশ্বকাপের জন্য ব্যবহৃত বাসগুলি উপহার হিসেবে দিয়ে দিতে চলেছে লেবাননকে।

আরও পড়ুন: কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে নিজেদের দেশে ফুটবলের অবকাঠামো উন্নয়নের জন্য বিশাল উদ্যোগ নিয়েছিল আয়োজক কাতার। সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে তারা উন্নত করেছিল নিজেদের দেশের পরিবহন ব্যবস্থাও। যাতায়াতের জন্য তিন হাজারের বেশি বাস কিনেছিল।

 

বিশ্বকাপ শেষে এসব উন্নয়নশীল দেশগুলিকে উপহার হিসেবে দিয়ে দেবে বলে জানিয়েছিল কাতার। সেই মতো লেবাননকে বাস উপহার দেওয়ার কথা ভাবছে তারা। সূত্রের খবর, কাতার থেকে বাস উপহার পাওয়ার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। শুধু বাস নয়, উন্নয়নশীল দেশগুলিকে কাতার ৯৭৪ স্টেডিয়াম ও বেশকিছু স্টেডিয়ামের সিটও উপহার দেবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উন্নয়নশীল লেবাননকে বিশ্বকাপে ব্যবহৃত বাস দিচ্ছে কাতার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  মধ্যপ্রাচ্যের প্রথম কোনও দেশ হিসেবে কাতার ফুটবল  বিশ্বকাপ আয়োজন করল। মুসলিম প্রধান দেশ কাতার এই বিশ্বকাপ আয়োজন করায় শুরুতে তাদের স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ, সমকামিদের প্রবেশ নিষেধাজ্ঞা সহ একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় মেতে উঠেছিল ইউরোপীয় মিডিয়া।

 

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

এমনকি কাতারে স্টেডিয়ামে তৈরি করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকদের ওপর অত্যাচারের বিষয়টিও তুলে ধরে তারা। যদিও পশ্চিমা মিডিয়ার এই সব নেতিবাচক প্রচারকে আমল না দিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন করল কাতার। আর সেই আনন্দে এবারে তারা বিশ্বকাপের জন্য ব্যবহৃত বাসগুলি উপহার হিসেবে দিয়ে দিতে চলেছে লেবাননকে।

আরও পড়ুন: কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে নিজেদের দেশে ফুটবলের অবকাঠামো উন্নয়নের জন্য বিশাল উদ্যোগ নিয়েছিল আয়োজক কাতার। সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে তারা উন্নত করেছিল নিজেদের দেশের পরিবহন ব্যবস্থাও। যাতায়াতের জন্য তিন হাজারের বেশি বাস কিনেছিল।

 

বিশ্বকাপ শেষে এসব উন্নয়নশীল দেশগুলিকে উপহার হিসেবে দিয়ে দেবে বলে জানিয়েছিল কাতার। সেই মতো লেবাননকে বাস উপহার দেওয়ার কথা ভাবছে তারা। সূত্রের খবর, কাতার থেকে বাস উপহার পাওয়ার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। শুধু বাস নয়, উন্নয়নশীল দেশগুলিকে কাতার ৯৭৪ স্টেডিয়াম ও বেশকিছু স্টেডিয়ামের সিটও উপহার দেবে।