ক্বিরাত, নাত ও ইসলামি ক্যুইজ ছাত্রছাত্রীদের জন্য অনবদ্য অনুষ্ঠান

- আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 8

ক্বিরাতে অন্যতম বিজয়ী কায়নাত জায়েদ-এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আহমদ হাসান ইমরান। রয়েছেন উজমা আলম, সুবুহি আজিয প্রমুখ।
পুবের কলম প্রতিবেদক: দ্য পার্পল ফাউন্ডেশন ও দ্য স্ট্রাইভিং মুসলিমা-এর যৌথ উদ্যোগে মুসলিম ছেলেমেয়েদের দ্বীনি জ্ঞান আহরণ এবং এ বিষয়ে উৎসাহ বাড়াতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিষয়ে অগ্রণী ভূমিকা নেন মোহতরমা দ্য পার্পল ফাউন্ডেশনের উজমা আলম এবং দ্য স্ট্রাইভিং মুসলিমা-র সামিনা খান। বুধবার পার্ক সার্কাসের মিল্লি আল আমীন কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর বেশির ভাগই ছিলেন মহিলারা।
এদিনের এই অনুষ্ঠানে ক্বিরাত, ইসলামি ক্যুইজ এবং নাত প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টরা। পবিত্র কুরআন তিলওয়াতে প্রথম হন জায়েদ আফজল, দ্বিতীয় কায়নাত জায়েদ ও তৃতীয় হালিমা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ড. সামিনা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবের কলম পত্রিকার সম্পাদক এবং সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান। তিনি বলেন, আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে মহিলারাও সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামও উল্লেখ করেন। তিনি আরও বলেন, শিক্ষা, অর্থনীতি-সহ বিভিন্ন ক্ষেত্রে মহিলারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এক্ষেত্রে তিনি মুসলিম মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। এই রকম সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি দ্য পার্পল ফাউন্ডেশন ও দ্য স্ট্রাইভিং মুসলিমা-কে অভিবাদন জানান। পাশাপাশি বিভিন্ন বিজনেস হাউস যারা এই অনুষ্ঠানে স্পন্সর করেছেন তাঁদেরকেও মোবারকবাদ জানান ইমরান।
এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান গাজালা ইয়াসমিন, সুবুহি আজিয, ডব্লিউবিসিএস আধিকারিক জয়া আহমেদ, অধ্যাপিকা দারাক্সা জারিন, আফরিন গোলাম, সানা আনোয়ার, নিশাত কলিম, আনিসা কলিম, মেহেনাজ ফিরোজ প্রমুখ।