১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিজেপিতে বড় ধাক্কা, ১৭ সমর্থককে নিয়ে দল ছাড়লেন চারবারের সাংসদ অসমের হেভিওয়েট নেতা রাজেন গোহেন

মোক্তার হোসেন মন্ডল
- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 234
পুবের কলম ওয়েবডেস্ক: অসমে বিজেপির ভরসার মুখ, চারবারের সাংসদ ও প্রাক্তন রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেন বিজেপি ছাড়লেন। বৃহস্পতিবার তিনি দলের সদস্যপদ ও সমস্ত দায়িত্ব ত্যাগের চিঠি পাঠান গৌহাটির রাজ্য দফতরে। সঙ্গে ছিলেন তাঁর ১৭ জন ঘনিষ্ঠ সমর্থকও।
গোহেন অভিযোগ করেন, বিজেপি এখন প্রবীণ ও আদিবাসী নেতাদের অবহেলা করছে এবং বহিরাগতদের রাজ্যে বসতি স্থাপনের অনুমতি দিয়ে অসমের আদিবাসী সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন, “আমরা বাজপেয়ী-আদবানিদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দিয়েছিলাম, কিন্তু এখন দল তার মূল পথ থেকে সরে গেছে।”
Tag :