সিঙ্গাপুরে কী ঘটেছে তা সামনে আসা উচিত: জুবিনের মৃত্যু নিয়ে ন্যায়বিচার দাবি রাহুলের

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 194
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। এবার প্রয়াত গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে ন্যায়বিচারের দাবি জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুক্রবার প্রয়াত গায়কের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা। পরিবারকে সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।
প্রয়াত গায়কের জন্য ভারতরত্ন দাবি করবেন কিনা জানতে চাইলে বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেন, “আমি এবিষয়ে মন্তব্য করে মূল জায়গা থেকে বিচ্যুত হতে চাই না। আমি এই আলোচনাকে সমবেদনা থেকে দূরে সরিয়ে নিতে চাই না। অসমের জনগণ এবং আমরা সবাই জুবিন গর্গকে ভালোবাসি। আমরা তাকে সম্মান জানাতে চাই। প্রথমত, আমরা স্বচ্ছতা ও ন্যায়বিচার চাই। সিঙ্গাপুরে কী ঘটেছে, তা অসমের সবারই জানা উচিত। এই বিষয়টি দ্রুত জনগণের সামনে নিয়ে আসা উচিত।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অসম নিবাসী জনপ্রিয় এই গায়ক। বয়স হয়েছিল ৫২। অহমিয়া, বাংলা সঙ্গে বলিউডের বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন জুবিন। ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি…’ গান গেয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন গায়ক। সেই গায়কের অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে।