ন্যায়বিচারের নামে তামাশা বন্ধ করুন: আইপিএস আত্মহত্যায় কেন্দ্র-রাজ্যকে নিশানা রাহুলের

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 92
পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানার আইপিএস অফিসার ওয়াই পুরান কুমারের আত্মহত্যার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়েব সিং সাইনিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সোমবার নিহত পুলিশ অফিসারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একইসঙ্গে ন্যায়বিচার দেওয়ার বিষয়ে কেন্দ্র-রাজ্যের প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি বলেন, বিষয়টি একটি পরিবারের সম্মান নিয়ে নয়, সারা দেশে দলিতদের মর্যাদা নিয়ে। রাহুল গান্ধি বলেন, “এই ঘটনা একটি ট্র্যাজেডি। মুখ্যমন্ত্রী নিহতের পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে একটি অবাধ ও সুষ্ঠু তদন্ত করা হবে করে ন্যায়বিচার দেওয়া হবে। তিন দিন আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা কিন্তু তা পূরণ হচ্ছে না। যে কারণে ওই পুলিশ কর্তার গোটা পরিবার ন্যায়বিচার চাইছেন।”
এদিকে পুলিশ কর্তা কুমারের শেষকৃত্য এখনও সম্পন্ন হয়নি। এবিষয়ে কংগ্রেস নেতা বলেন, শান্তিপূর্ণভাবে শেষকৃত্য সম্পন্ন করতে প্রশাসন ব্যবস্থা করুক। ন্যায়বিচার নিয়ে ‘এই নাটকের অবসান’ হোক। রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি পরিবারের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রতি সম্মান নিশ্চিত করুন। কংগ্রেস নেতার কথায়, ‘প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতি আমার বার্তা খুব স্পষ্ট: নিহত পুলিশ কর্তার দুই কন্যার প্রতি আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করুন। ন্যায়বিচারের নামে তামাশা বন্ধ করুন।’
কেন্দ্রের সমালোচনা করে বিরোধী দলনেতার বক্তব্য, “দেশের কোটি কোটি দলিত ভাই-বোনের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে। যে আপনি যতই সফল, বুদ্ধিমান বা সক্ষম হন না কেন, আপনি যদি দলিত হন তবে আপনাকে দমন করা হবে। দলিত হলে তাকে পিষে দেওয়া হবে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, হরিয়ানার চণ্ডীগড়ে বাড়ির বেসমেন্ট থেকে আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তিনি নিজেকে গুলি করে আত্মঘাতী হন বলে জানায় পুলিশ। এবার সেই ঘটনায় হরিয়ানার একাধিক উচ্চপদস্থ আমলাদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সূত্রের খবর, নিহত আইপিএস অফিসারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ কাপুর, রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজর্নিয়া এবং ৩ আইএএস অফিসার-সহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। জানা গিয়েছে, আইপিএস অফিসারের আত্মঘাতী হওয়ার দু’দিন পরে তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে হরিয়ানা পুলিশ। মূলত পূরণ কুমারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সেখানকার ডিজি-সহ রাজ্য প্রশাসনের ১৫ কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
নিহত আইপিএস অফিসারের স্ত্রী অনমিত পি কুমার অভিযোগ করেন, মৃত্যুর আগে সুইসাইড নোটে একাধিক পুলিশ অফিসার ও আমলার নামে প্রতিনিয়ত মানসিক অত্যাচারের অভিযোগ করেছিলেন ওয়াই পূরণ কুমার। তাঁর স্বামীকে জাতপাত তুলে হেনস্থা করা হয়েছে। আত্মহত্যার আগে পূরণ কুমার যে সুইসাইড নোট লিখে যান তাতে তাঁকে জাতপাত তুলে অপমানের উল্লেখ ছিল। উল্লেখ্য, ৭ অক্টোবর চণ্ডীগড় সেক্টর ১১-এ বাড়ির বেসমেন্ট থেকে ওয়াই পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তিনি নিজেকে গুলি করে আত্মঘাতী হন। বাড়ির বেসমেন্টে তাঁর মেয়ে প্রথম দেহ দেখতে পান।