০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমেঠি থেকে প্রার্থী হবেন রাহুল

সামিমা এহসানা
  • আপডেট : ৬ মার্চ ২০২৪, বুধবার
  • / 51

পুবের কলম ওয়েব ডেস্ক: গতবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধি। সেটা অবশ্যই রাহুলের কাছে বড় ধাক্কা ছিল, আর বিজেপির কাছে বোনাস। পরে কেরলের ওয়েনাড় থেকে প্রার্থী হন রাহুল, সেখান থেকে জিতে পার্লামেন্টে যান। এবারেরও আমেঠি থেকেই কংগ্রেসের লোকসভার প্রার্থী করা হবে রাহুলকে। বুধবার এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ সীংঘাল। সম্প্রতি দিল্লি থেকে বৈঠক সেরে এসেছেন তিনি। বুধবার তিনি বলেন, সময়ের অপেক্ষা মাত্র। খুব শিঘ্রী আনুষ্ঠানিকভাবে রাহুলের নাম ঘোষণা করা হবে আমেঠি থেকে।

বলে রাখা ভালো, ২০০৪ সাল থেকে আমেঠিতে প্রার্থী হচ্ছেন রাহুল। প্রতিবারই ভালো মার্জিনে জেতেন তিনি। কিন্তু ২০১৯ সালে স্মৃতি ইরানির কাছে হার স্বীকার করতে হয়। এই আমেঠির আসনের সঙ্গে কংগ্রেসের আবেগ জড়িয়ে আছে। কারণ এখানেই একসময় প্রার্থী হয়েছেন রাজীব গান্ধি। পরে সোনিয়া গান্ধি। তারপর উত্তরসূরি হিসেবে রাহুলের সাংসদ হিসেবে হাতেখড়ি হয়েছে আমেঠিতেই। ওয়েনাড় থেকে এবার হয়তো প্রার্থী হবেন না রাহুল। কারণ বাম দলগুলি চাইছে না বজেপিহীন রাজ্যে জোট শরিকের বিরুদ্ধেই লড়াই করুক রাহুল। রাজনৈতিক মহলের মতে, বামেদের দাবি মেনে নেবেন রাহুল।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

 

আরও পড়ুন: অভিযোগ ভিত্তিহীন, রাহুলের ফ্লাইং কিস প্রশ্নে বিজেপিকে সাফ জবাব কংগ্রেস বিধায়িকার

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নন! নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির, কেন্দ্রকে কটাক্ষ রাহুলের  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেঠি থেকে প্রার্থী হবেন রাহুল

আপডেট : ৬ মার্চ ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: গতবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধি। সেটা অবশ্যই রাহুলের কাছে বড় ধাক্কা ছিল, আর বিজেপির কাছে বোনাস। পরে কেরলের ওয়েনাড় থেকে প্রার্থী হন রাহুল, সেখান থেকে জিতে পার্লামেন্টে যান। এবারেরও আমেঠি থেকেই কংগ্রেসের লোকসভার প্রার্থী করা হবে রাহুলকে। বুধবার এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ সীংঘাল। সম্প্রতি দিল্লি থেকে বৈঠক সেরে এসেছেন তিনি। বুধবার তিনি বলেন, সময়ের অপেক্ষা মাত্র। খুব শিঘ্রী আনুষ্ঠানিকভাবে রাহুলের নাম ঘোষণা করা হবে আমেঠি থেকে।

বলে রাখা ভালো, ২০০৪ সাল থেকে আমেঠিতে প্রার্থী হচ্ছেন রাহুল। প্রতিবারই ভালো মার্জিনে জেতেন তিনি। কিন্তু ২০১৯ সালে স্মৃতি ইরানির কাছে হার স্বীকার করতে হয়। এই আমেঠির আসনের সঙ্গে কংগ্রেসের আবেগ জড়িয়ে আছে। কারণ এখানেই একসময় প্রার্থী হয়েছেন রাজীব গান্ধি। পরে সোনিয়া গান্ধি। তারপর উত্তরসূরি হিসেবে রাহুলের সাংসদ হিসেবে হাতেখড়ি হয়েছে আমেঠিতেই। ওয়েনাড় থেকে এবার হয়তো প্রার্থী হবেন না রাহুল। কারণ বাম দলগুলি চাইছে না বজেপিহীন রাজ্যে জোট শরিকের বিরুদ্ধেই লড়াই করুক রাহুল। রাজনৈতিক মহলের মতে, বামেদের দাবি মেনে নেবেন রাহুল।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

 

আরও পড়ুন: অভিযোগ ভিত্তিহীন, রাহুলের ফ্লাইং কিস প্রশ্নে বিজেপিকে সাফ জবাব কংগ্রেস বিধায়িকার

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নন! নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির, কেন্দ্রকে কটাক্ষ রাহুলের