০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসা বোর্ডের আলিমে রাজ্যের মধ্যে দ্বিতীয় কুলতলির রাইহান পিয়াদা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ মে ২০২৪, শনিবার
  • / 27

রাইহান পিয়াদা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : মাধ্যমিকে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ জন ছাত্র প্রথম দশে জায়গা করে নেয়। আর শুক্রবার মাদ্রাসা বোর্ডের আলিমে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো সুন্দরবনের কুলতলির রাইহান পিয়াদা। খুশির হাওয়া কুলতলিতে।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের প্রত্যন্ত এলাকা কুন্দখালি গোদাবর অঞ্চলের অম্বিকা নগরের রাইহান পিয়াদা এবছর মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করে।আর এই খবর প্রকাশিত হবার সাথে সাথে তাকে কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হলো।

মাদ্রাসা বোর্ডের আলিমে রাজ্যের মধ্যে দ্বিতীয় কুলতলির রাইহান পিয়াদা

রাইহানকে নিজে হাতে বিডিও অফিসে সম্মানিত করেন কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য, কুলতলি ব্লক মাইনরিটি দফতরের আধিকারিক মইদুল ইসলাম লস্কর। কুলতলির প্রত্যন্ত এলাকা অম্বিকা নগরের রাইহান পিয়াদা রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করায় খুশির হাওয়া কুলতলি সহ সমগ্র সুন্দরবনে।

রাইহান পিয়াদার পিতার নাম মুফতি নুর হোসেন পিয়াদা, মাতা রেহানা পিয়াদা। তিন সন্তানের জেষ্ঠ সন্তান রাইহান। বাবা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক।তিনি রাইহানকে হাওড়া জেলার পাঁচলা ব্লকের বিকি হাকোলা অঙ্কুর কেজি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করেন। সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত তাঁর পড়াশোনা হয় তাঁর। পরে হাওড়া জেলার জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। নবম ও দশম শ্রেণীতে তার পড়াশোনা চলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায়।

আর এবছরে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে সে। আর রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নেয় সে। তার প্রাপ্ত নাম্বার ৮৪৩ প্রথম পত্র বাংলায় ৮৭ দ্বিতীয় পত্র ইংরেজি ৮১ অঙ্কে ৯৭ ভৌতবিজ্ঞানে পঞ্চাশ এর মধ্যে ৪৮, জীবনবিজ্ঞানে ৫০এর মধ্যে ৫০, ইতিহাসে ৯৮ ভূগোলে ৫০ এ ৪৬ আরবীতে ৯৩ তাপসীরে ৯৯ হাদিসে ৯৬ আর ফেকায় ৫০এর মধ্যে ৪৮ নং পায় সে।

তাঁর এই সাফল্যর মূল কারিগর গৃহ শিক্ষক আলোম মন্ডল ও বাসুদেব সরদারের নৈপূণ্য শিক্ষা দানে। আগামীদিনে বাবার মতো শিক্ষক হতে চায় রাইহান।আর তাঁর জন্যে উচ্চ শিক্ষায় মনোযোগ দিতে চায়।তাঁর এই ফলাফলে খুশি তাঁর বাবা,মা, শিক্ষক সহ সমগ্র কুলতলির মানুষ। তাঁর এই অভাবনীয় সাফল্য এর শুভেচ্ছা জানিয়েছেন কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলও।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদ্রাসা বোর্ডের আলিমে রাজ্যের মধ্যে দ্বিতীয় কুলতলির রাইহান পিয়াদা

আপডেট : ৪ মে ২০২৪, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : মাধ্যমিকে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ জন ছাত্র প্রথম দশে জায়গা করে নেয়। আর শুক্রবার মাদ্রাসা বোর্ডের আলিমে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো সুন্দরবনের কুলতলির রাইহান পিয়াদা। খুশির হাওয়া কুলতলিতে।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের প্রত্যন্ত এলাকা কুন্দখালি গোদাবর অঞ্চলের অম্বিকা নগরের রাইহান পিয়াদা এবছর মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করে।আর এই খবর প্রকাশিত হবার সাথে সাথে তাকে কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হলো।

মাদ্রাসা বোর্ডের আলিমে রাজ্যের মধ্যে দ্বিতীয় কুলতলির রাইহান পিয়াদা

রাইহানকে নিজে হাতে বিডিও অফিসে সম্মানিত করেন কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য, কুলতলি ব্লক মাইনরিটি দফতরের আধিকারিক মইদুল ইসলাম লস্কর। কুলতলির প্রত্যন্ত এলাকা অম্বিকা নগরের রাইহান পিয়াদা রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করায় খুশির হাওয়া কুলতলি সহ সমগ্র সুন্দরবনে।

রাইহান পিয়াদার পিতার নাম মুফতি নুর হোসেন পিয়াদা, মাতা রেহানা পিয়াদা। তিন সন্তানের জেষ্ঠ সন্তান রাইহান। বাবা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক।তিনি রাইহানকে হাওড়া জেলার পাঁচলা ব্লকের বিকি হাকোলা অঙ্কুর কেজি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করেন। সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত তাঁর পড়াশোনা হয় তাঁর। পরে হাওড়া জেলার জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। নবম ও দশম শ্রেণীতে তার পড়াশোনা চলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায়।

আর এবছরে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে সে। আর রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নেয় সে। তার প্রাপ্ত নাম্বার ৮৪৩ প্রথম পত্র বাংলায় ৮৭ দ্বিতীয় পত্র ইংরেজি ৮১ অঙ্কে ৯৭ ভৌতবিজ্ঞানে পঞ্চাশ এর মধ্যে ৪৮, জীবনবিজ্ঞানে ৫০এর মধ্যে ৫০, ইতিহাসে ৯৮ ভূগোলে ৫০ এ ৪৬ আরবীতে ৯৩ তাপসীরে ৯৯ হাদিসে ৯৬ আর ফেকায় ৫০এর মধ্যে ৪৮ নং পায় সে।

তাঁর এই সাফল্যর মূল কারিগর গৃহ শিক্ষক আলোম মন্ডল ও বাসুদেব সরদারের নৈপূণ্য শিক্ষা দানে। আগামীদিনে বাবার মতো শিক্ষক হতে চায় রাইহান।আর তাঁর জন্যে উচ্চ শিক্ষায় মনোযোগ দিতে চায়।তাঁর এই ফলাফলে খুশি তাঁর বাবা,মা, শিক্ষক সহ সমগ্র কুলতলির মানুষ। তাঁর এই অভাবনীয় সাফল্য এর শুভেচ্ছা জানিয়েছেন কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলও।