০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, জারি কমলা সতর্কতা

পুবের কলম প্রতিবেদকঃ মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের উপর দিয়ে গিয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যের বাতাসে। তার জেরে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করল আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে  দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি,  কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এই জেলাগুলোতে ২০০ মিলি মিটারের বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভালোই বৃষ্টি হয়েছে। এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বানারহাট এবং মালবাজারে। এছাড়া নেওরা–  নাগরাকাটায় ভালোই বৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে–  এই সমস্ত জেলাগুলোতে আগামী শুক্রবার পর্যন্ত একই হারে বৃষ্টি চলবে। ওইদিন পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে ওই জেলাগুলোতে। সেইসঙ্গে হলুদ সতর্কতা জারি থাকছে দুই দিনাজপুরে।

প্রসঙ্গত, ইতিমধ্যে একাধিক নদীর জল বিপদসীমার উপরে বইছে। বেশ কিছু জায়গা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে আরও বৃষ্টি বাড়লে নদীগুলোর অবস্থা আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে। সেই পার্বত্য জেলায় ভূমি ধসের আশঙ্কাও থাকছে।

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, জারি কমলা সতর্কতা

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের উপর দিয়ে গিয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যের বাতাসে। তার জেরে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করল আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে  দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি,  কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এই জেলাগুলোতে ২০০ মিলি মিটারের বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভালোই বৃষ্টি হয়েছে। এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বানারহাট এবং মালবাজারে। এছাড়া নেওরা–  নাগরাকাটায় ভালোই বৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে–  এই সমস্ত জেলাগুলোতে আগামী শুক্রবার পর্যন্ত একই হারে বৃষ্টি চলবে। ওইদিন পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে ওই জেলাগুলোতে। সেইসঙ্গে হলুদ সতর্কতা জারি থাকছে দুই দিনাজপুরে।

প্রসঙ্গত, ইতিমধ্যে একাধিক নদীর জল বিপদসীমার উপরে বইছে। বেশ কিছু জায়গা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে আরও বৃষ্টি বাড়লে নদীগুলোর অবস্থা আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে। সেই পার্বত্য জেলায় ভূমি ধসের আশঙ্কাও থাকছে।