২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট “ অভ্যাস” -এর সফল উৎক্ষেপণ, ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন রাজনাথ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের মাটিতে তৈরিতে হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট “ অভ্যাস” -এর  সফল উৎক্ষেপণ  হল বুধবার। ওড়িশার চাঁদিপুরের ইন্ডিগ্রেডেড টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ করা হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভ্যাসের সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দনও জানিয়েছেন।

ডিআরডিও বিজ্ঞানীরা জানিয়েছেন এই এরিয়াল টার্গেট সম্পূর্ণ স্বয়ংক্রীয়। এখানে কোন মানবচালিত শক্তির প্রয়োজন হয়না। ছোট গ্যাস টারবাইন দিয়ে এটিকে পরিচালনা করা হবে।

আরও পড়ুন: তাওয়াংয়ে চিনা ফৌজের অনুপ্রবেশের চেষ্টা, সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 

বিগত এক সপ্তাহ ধরেই ডিআরডিও বিজ্ঞানীরা একের পর সফল উৎক্ষেপণ করে চলেছেন।মহারাষ্ট্রে মঙ্গলবারই পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ভারতে নির্মিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। এই  নয়া অস্ত্রে শত্রু শিবিরে নিভুল লক্ষ্যে আঘাত করা যাবে বলে জানিয়েছে সেনা। সঠিকভাবে পাখির চোখে হানা দেওয়ার সর্বত ক্ষমতা রয়েছে এই মিসাইলের। এছাড়াও চাঁদিপুরে গত সপ্তাহে ভূমি থেকে ভূমি মিসাইলেরও সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ।

আরও পড়ুন: দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস-এর সফল উৎক্ষেপণ

আরও পড়ুন: ৭৫ বছরে উন্নয়ন না হওয়াতেই অশান্ত থেকেছে কাশ্মীর: রাজনাথ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট “ অভ্যাস” -এর সফল উৎক্ষেপণ, ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন রাজনাথ

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের মাটিতে তৈরিতে হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট “ অভ্যাস” -এর  সফল উৎক্ষেপণ  হল বুধবার। ওড়িশার চাঁদিপুরের ইন্ডিগ্রেডেড টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ করা হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভ্যাসের সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দনও জানিয়েছেন।

ডিআরডিও বিজ্ঞানীরা জানিয়েছেন এই এরিয়াল টার্গেট সম্পূর্ণ স্বয়ংক্রীয়। এখানে কোন মানবচালিত শক্তির প্রয়োজন হয়না। ছোট গ্যাস টারবাইন দিয়ে এটিকে পরিচালনা করা হবে।

আরও পড়ুন: তাওয়াংয়ে চিনা ফৌজের অনুপ্রবেশের চেষ্টা, সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 

বিগত এক সপ্তাহ ধরেই ডিআরডিও বিজ্ঞানীরা একের পর সফল উৎক্ষেপণ করে চলেছেন।মহারাষ্ট্রে মঙ্গলবারই পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ভারতে নির্মিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। এই  নয়া অস্ত্রে শত্রু শিবিরে নিভুল লক্ষ্যে আঘাত করা যাবে বলে জানিয়েছে সেনা। সঠিকভাবে পাখির চোখে হানা দেওয়ার সর্বত ক্ষমতা রয়েছে এই মিসাইলের। এছাড়াও চাঁদিপুরে গত সপ্তাহে ভূমি থেকে ভূমি মিসাইলেরও সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ।

আরও পড়ুন: দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস-এর সফল উৎক্ষেপণ

আরও পড়ুন: ৭৫ বছরে উন্নয়ন না হওয়াতেই অশান্ত থেকেছে কাশ্মীর: রাজনাথ