সুরসম্রাজ্ঞ্রী লতাকে রাজ্যসভার শ্রদ্ধার্পণ
- আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার রাজ্যসভায় কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদন করা হয়।সদ্য প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সাংসদরা। রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এই কিংবদন্তি শিল্পী এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানান। সদ্য প্রয়াত এই প্রবাদপ্রতিম শিল্পী ১৯৯৯ সালের ২২ নভেম্বর রাজ্যসভার সদস্য হিসেবে মনোনিত হন। ২০০৫ সালের ২১ নভেম্বর পর্যন্ত তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ। সোমবার রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন দেশ হারাল এক বিশাল ব্যক্তিত্ব এবং সহৃদয় শিল্পীকে ।
তাঁর মৃত্যু একটি যুগের সমাপ্তি চিহ্নিত করেছে এবং সঙ্গীতের জগতে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।এইদিন নাইডু আরও বলেন লতাজি ৩৬টি ভারতীয় ভাষায় ২৫০০০ গান গেয়েছেন।তিনি বিদেশী ভাষাতেও বেশ কিছু গান গেয়েছেন। রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞ্রী লতা মঙ্গেশকর। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শিবাজী পার্কে রবিবার সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, শচীন তেন্ডুলকর, শাহরুখ খান সহ বহু বিশিষ্ট মানুষরা শেষকৃ্ত্যে অংশ নেন।