আরএসএস নিষিদ্ধের দাবিতে খাড়গেকে কটাক্ষ, বিহার নির্বাচনে এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণী রামদেবের!
- আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
- / 99
পুবের কলম, ওয়েবডেস্ক: আরএসএস নিষিদ্ধের দাবিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের পালটা দিয়ে তীব্র কটাক্ষ করলেন যোগগুরু বাবা রামদেব। তাঁর বক্তব্য, “মোদি-শাহকে হারানোর ক্ষমতা নেই বলেই কংগ্রেস এখন আরএসএসের উপর রাগ দেখাচ্ছে।” তিনি বলেন, “আরএসএস কোনও রাজনৈতিক দল নয়, এটি সুশৃঙ্খল ও দেশপ্রেমে ভরপুর এক সংগঠন। বিজেপি কেবল তার রাজনৈতিক শাখা। যদি লড়াই করতেই চান, নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে করুন। তাঁদের হারাতে না পেরে এখন খাড়গেরা এজেন্ডা রাজনীতি করছে।”
রামদেব আরও বলেন, “আরএসএস বহু তপস্বী দেশপ্রেমিকের সংগঠন, যারা ভারতীয় সংস্কৃতি ও জাতির সেবায় নিয়োজিত। যাঁরা ভারতের মূল ভাবনা ও সংস্কৃতির বিপক্ষে, তারাই এই সংগঠনের বিরোধিতা করে।”
বিহার নির্বাচন নিয়েও আশাবাদী যোগগুরু বলেন, “বিহারে এনডিএ বিপুল ব্যবধানে জয়ী হবে। মোদিজির ব্যক্তিত্ব হিমালয়ের মতো উঁচু, তাঁর ভাবমূর্তি ও নেতৃত্বই বিজয়ের চাবিকাঠি।”
উল্লেখ্য, সম্প্রতি খাড়গে আরএসএস নিষিদ্ধের দাবি তোলেন, যা নিয়েই শুরু হয়েছে এই বিতর্ক।

























