ফের বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ, প্রশ্নের মুখে নারী সুরক্ষা

- আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 36
পুবের কলম ওয়েবডেস্ক : আবারও নাবালিকা ধর্ষণ। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার খোয়াই জেলায়। এই ঘটনার জেরে ত্রিপুরা রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। পুলিশ এখনও দোষীদের তথা ধর্ষকদের ধরতে পারেনি।
গত সোমবার সন্ধ্যাবেলায় নাবালিকাটি মুদির দোকানে গিয়েছিল। তারপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি। নাবালিকার বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায়, মুদির দোকান যাওয়ার সময়ই একটি মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তারপর পাশের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে দুজনে মিলে ধর্ষণ করে।
এমনকি এই বিষয়ে নবালিকা যাতে মুখ না খোলে তাই তাকে ভয়ও দেখানো হয়। হুমকি দেওয়া হয় যে, মুখ খুললে তাকে প্রাণে মেরে দেওয়া হবে এবং ধর্ষণের ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে। এরপর স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকাকে কাঁদতে দেখে ছুটে আসে ও উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এরপরে নাবালিকার বাড়ির তরফ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তই একই জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান যে, গত কয়েকদিন ধরেই নাবালিকাকে উত্যক্ত করছিল তারা। শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলেও নাকচ করে দেয় সে, আর তার ফলেই ধর্ষণের এই ঘটনাটি ঘটে।