বিজেপি বিধায়কের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক! ট্যুইট করে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

- আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার
- / 18
পুবের কলম,ওয়েবডেস্ক: বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক। ট্যুইটারে ছবি শেয়ার করে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
সাংসদের দাবি, বিলকিস বানোর গণধর্ষণ ও হত্যা মামলার ১১ জনের মধ্যে একজন গুজরাতে ভারতীয় জনতা পার্টির দুই নেতার সঙ্গে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি তাঁদের ‘দৈত্য’ বলেও সম্বোধন করেন তিনি। মহুয়া মৈত্রর ট্যুইটের ভাষা দেখলেই বোঝা যাবে, বিলকিস বানোর ধর্ষককে বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে দেখে তিনি কতটা ক্ষুব্ধ।
‘দৈত্য’ বলে তাকে উল্লেখ করে তৃণমূল সাংসদের টুইট, ”এই দৈত্যদের আমি জেলের ভিতর দেখতে চাই। আর এই শয়তান সরকার, যারা ওদের এভাবে খোলা জায়গায় ঘুরতে দেওয়ার জন্য দায়ী, তাদের উপড়ে ফেলা হোক। ভারত তার হারানো নৈতিক অবস্থান ফের ফিরে পাক, এটা দেখতে চাই।” বেশ কড়া ভাষায় মহুয়া মৈত্র এই ট্যুইট করেছেন।