০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি বিধায়কের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক! ট্যুইট করে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার
  • / 86

পুবের কলম,ওয়েবডেস্ক: বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক। ট্যুইটারে ছবি শেয়ার করে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

সাংসদের দাবি, বিলকিস বানোর গণধর্ষণ ও হত্যা মামলার ১১ জনের মধ্যে একজন গুজরাতে ভারতীয় জনতা পার্টির দুই নেতার সঙ্গে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি তাঁদের ‘দৈত্য’ বলেও সম্বোধন করেন তিনি। মহুয়া মৈত্রর ট্যুইটের ভাষা দেখলেই বোঝা যাবে, বিলকিস বানোর ধর্ষককে বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে দেখে তিনি কতটা ক্ষুব্ধ।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

‘দৈত্য’ বলে তাকে উল্লেখ করে তৃণমূল সাংসদের টুইট, ”এই দৈত্যদের আমি জেলের ভিতর দেখতে চাই। আর এই শয়তান সরকার, যারা ওদের এভাবে খোলা জায়গায় ঘুরতে দেওয়ার জন্য দায়ী, তাদের উপড়ে ফেলা হোক। ভারত তার হারানো নৈতিক অবস্থান ফের ফিরে পাক, এটা দেখতে চাই।” বেশ কড়া ভাষায় মহুয়া মৈত্র এই ট্যুইট করেছেন।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি বিধায়কের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক! ট্যুইট করে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে বিলকিস বানোর ধর্ষক। ট্যুইটারে ছবি শেয়ার করে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

সাংসদের দাবি, বিলকিস বানোর গণধর্ষণ ও হত্যা মামলার ১১ জনের মধ্যে একজন গুজরাতে ভারতীয় জনতা পার্টির দুই নেতার সঙ্গে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি তাঁদের ‘দৈত্য’ বলেও সম্বোধন করেন তিনি। মহুয়া মৈত্রর ট্যুইটের ভাষা দেখলেই বোঝা যাবে, বিলকিস বানোর ধর্ষককে বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে দেখে তিনি কতটা ক্ষুব্ধ।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

‘দৈত্য’ বলে তাকে উল্লেখ করে তৃণমূল সাংসদের টুইট, ”এই দৈত্যদের আমি জেলের ভিতর দেখতে চাই। আর এই শয়তান সরকার, যারা ওদের এভাবে খোলা জায়গায় ঘুরতে দেওয়ার জন্য দায়ী, তাদের উপড়ে ফেলা হোক। ভারত তার হারানো নৈতিক অবস্থান ফের ফিরে পাক, এটা দেখতে চাই।” বেশ কড়া ভাষায় মহুয়া মৈত্র এই ট্যুইট করেছেন।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে