ক্রিকেট থেকে বিরতি রশিদ খানের

- আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 148
পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম সেরা স্পিনার তিনি। অথচ সদ্য শেষ হওয়া আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রশিদ খান। এটাই ছিল এই আফগান স্পিন তারকার ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে খারাপ মরশুম।
গোটা আইপিএলে মাত্র ৯ উইকেট নিতে সক্ষম হন। তার ইকোনমি ছিল ৯.৩৪ এবং বোলিং গড় ৫৭.১১। পুরো আসরে হজম করেছেন রেকর্ড ৩৩টি ছক্কা। এমন পরিস্থিতিতে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন রশিদ খান।
সেই মতো ২০২৫ সালের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করছেন না। যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে রশিদ ব্যক্তিগত কারণ দেখিয়ে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন। এর আগের মরশুমে এমএলসিতে রশিদ খান এমআই নিউ ইয়র্কের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন।
৬.১৫ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়ে তিনি দলের সেরা বোলার ছিলেন। তার অনুপস্থিতি নিঃসন্দেহে এমআই নিউ ইয়র্কের জন্য এবারে বড় ক্ষতি। একা রশিদ খান নয়, এমআই নিউইয়র্কের আর এক আফগান তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইও খেলবেন না এমএলসিতে। ওমরজাই এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমেছিলেন। প্রীতির দল এবারের আসরে রানার আপ হয়।