০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিলেছে কোর্টের ছাড়পত্র, একসাথে কাজ করবে জি এবং সনি

পুবের কলম, ওয়েবডেস্ক: একসাথে কাজ করবে জি এবং সনি। জি এন্টারটেইনমেন্ট এবং কালভার ম্যাক্স (সনি) এন্টারটেইনমেন্টের সংযুক্তিকরণ হল। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল অনুমোদনের পরেই এই সংযুক্তিকরণ করা হয়েছে।

 

সূত্রের খবর, ২০২১-এর ডিসেম্বরে জি এবং সনি সংযুক্তিকরণ হতে সম্মত হয়েছিল। কিন্তু বেশকিছু সমস্যার জন্য তা সম্ভব হয়নি। NSE, BSE ও SEBI সহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার থেকে অনুমোদন পাওয়ার পর, কোম্পানি দুটি সংযুক্তিকরণের চূড়ান্ত অনুমোদনের জন্য ট্রাইব্যুনালে গিয়েছিল। এসেল গ্রুপের ঋণদাতা আক্সিস, আইডিবিআই ও ম্যাক্স এই সংযুক্তিকরণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে কোর্টে মামলা করে। ফলে সংযুক্তিকরণের বিষয়টি থমকে যায় কোর্টে।

 

তাদের দাবি, এই সংযুক্তিকরণের মাধ্যমে ঋণদাতাদের প্রতারণা করার একটি পরিকল্পনা। জি’র কর্ণধার সুভাষ চন্দ্র কাছে যে অর্থ জমা হয়েছিল তা দিয়ে ঋণ পরিশোধ করা যেত। কারণ তিনি এই পাওনাদারদের মধ্যে বেশ কয়েকটিকে ব্যক্তিগত গ্যারান্টি প্রদান করেছিলেন। এদিকে সমস্ত আপত্তি খারিজ করে দেয় কোর্ট। এরপরই দুটি কোম্পানি একসাথে মিলিত হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিলেছে কোর্টের ছাড়পত্র, একসাথে কাজ করবে জি এবং সনি

আপডেট : ১০ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একসাথে কাজ করবে জি এবং সনি। জি এন্টারটেইনমেন্ট এবং কালভার ম্যাক্স (সনি) এন্টারটেইনমেন্টের সংযুক্তিকরণ হল। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল অনুমোদনের পরেই এই সংযুক্তিকরণ করা হয়েছে।

 

সূত্রের খবর, ২০২১-এর ডিসেম্বরে জি এবং সনি সংযুক্তিকরণ হতে সম্মত হয়েছিল। কিন্তু বেশকিছু সমস্যার জন্য তা সম্ভব হয়নি। NSE, BSE ও SEBI সহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার থেকে অনুমোদন পাওয়ার পর, কোম্পানি দুটি সংযুক্তিকরণের চূড়ান্ত অনুমোদনের জন্য ট্রাইব্যুনালে গিয়েছিল। এসেল গ্রুপের ঋণদাতা আক্সিস, আইডিবিআই ও ম্যাক্স এই সংযুক্তিকরণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে কোর্টে মামলা করে। ফলে সংযুক্তিকরণের বিষয়টি থমকে যায় কোর্টে।

 

তাদের দাবি, এই সংযুক্তিকরণের মাধ্যমে ঋণদাতাদের প্রতারণা করার একটি পরিকল্পনা। জি’র কর্ণধার সুভাষ চন্দ্র কাছে যে অর্থ জমা হয়েছিল তা দিয়ে ঋণ পরিশোধ করা যেত। কারণ তিনি এই পাওনাদারদের মধ্যে বেশ কয়েকটিকে ব্যক্তিগত গ্যারান্টি প্রদান করেছিলেন। এদিকে সমস্ত আপত্তি খারিজ করে দেয় কোর্ট। এরপরই দুটি কোম্পানি একসাথে মিলিত হয়েছে।