আরও ১ মসজিদ উদ্বোধন করলেন রিসেপ এরদোগান

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 17
পুবের কলম ওয়েব ডেস্কঃ আরও একটি সুন্দর মসজিদের উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোতাহিয়ার বিমান বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে অবস্থিত মসজিদটি আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের জন্য খুলে দেন তিনি।
ওই মসজিদটির নাম মসজিদে জফার। অর্থাৎ বিজয় মসজিদ। আগস্ট মাসে দেশটি বিজয় অর্জন করে। বিজয়ের গৌরবময় স্মৃতি রক্ষায় মসজিদটির এই নামকরণ।
কোতাহিয়ায় সফরে গেলে এরদোগান নবনির্মিত মসজিদটি পরিদর্শন করেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ও স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, ‘ঠিক এক শতাব্দী আগে কোতাহিয়া ও আফিয়নকারহিসার আমাদের বিজয়ের অন্যতম দু’টি ঘাঁটি ছিল।’ মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উকতাই, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
প্রতি বছর ৩০ আগস্ট তুরস্ক বিজয় দিবস উদযাপন করে। সেই হিসেবে গত মঙ্গলবার দেশটির শততম বিজয় দিবস পালিত হয়েছে। ১৯২২ সালের ৩০ আগস্ট গ্রিক সেনাবাহিনী ও মিত্র বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল তুরস্কের সেনা।