১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেষবারের মতো নির্বাচনে লড়বেন রিসেপ এরদোগান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তিনি ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এটিই হবে তার শেষ নির্বাচনে অংশগ্রহণ।

কৃষ্ণসাগর বন্দরে আয়োজিত এক সমাবেশে এরদোগান সমর্থকদের বলেন, ‘ইনশাআল্লাহ, ২০২৩ সালের নির্বাচনের জন্য আমি শেষবারের মতো আপনাদের কাছে সমর্থন চাইছি।’

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

এরদোগান এবং তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) আগামী বছরের সংসদীয় এবং প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় থাকতে চায়। এর আগে এরদোগান প্রায় ২০ বছর ধরে দেশ শাসন করেছেন। ২০০৩ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এবং ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আরও পড়ুন:  দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা 

২০১৭ সালে তুরস্কের রাজনৈতিক ব্যবস্থা একটি শক্তিশালী প্রেসিডেন্সি সিস্টেম চালু করে এবং প্রধানমন্ত্রীর পদটি বাতিল করা হয়। এর মধ্য দিয়ে এরদোগান ২০১৮ সালে নতুন ভূমিকা পালনের ম্যান্ডেট পান।

আরও পড়ুন: নির্বাচনী প্রতীক আমাদের কাছে, ফের ক্ষমতায় আসব: শরদ  

উল্লেখ্য, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং তুর্কি লিরার দরপতনের কারণে তুরস্কের অর্থনীতি বর্তমানে বেশ সমস্যার মুখে পড়েছে।  তারপরও এরদোগান সুদের হার বাড়াতে রাজি হননি। তিনি বিশ্বাস করেন, সুদের হার বাড়ালে তা মুদ্রাস্ফীতি ঘটায়। তার এ ধারণা প্রচলিত অর্থনৈতিক চিন্তাধারার ঠিক বিপরীত হলেও তিনি এতে অনঢ় রয়েছেন।

এরদোগান বলেন, ‘আমরা এমন একটি পরিষেবা পরিকাঠামো প্রতিষ্ঠা করেছি যার ফলে উন্নত দেশগুলোও এখন তুরস্ককে ঈর্ষা করে। এখন তারা স্বীকার করছে, তুরস্ক সত্যিই একটি অন্যরকম দেশ। এমনকি প্রতিটি বৈশ্বিক সংকট আমাদের দেশের শক্তি সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য সহায়ক হচ্ছে।’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শেষবারের মতো নির্বাচনে লড়বেন রিসেপ এরদোগান

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তিনি ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এটিই হবে তার শেষ নির্বাচনে অংশগ্রহণ।

কৃষ্ণসাগর বন্দরে আয়োজিত এক সমাবেশে এরদোগান সমর্থকদের বলেন, ‘ইনশাআল্লাহ, ২০২৩ সালের নির্বাচনের জন্য আমি শেষবারের মতো আপনাদের কাছে সমর্থন চাইছি।’

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

এরদোগান এবং তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) আগামী বছরের সংসদীয় এবং প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় থাকতে চায়। এর আগে এরদোগান প্রায় ২০ বছর ধরে দেশ শাসন করেছেন। ২০০৩ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এবং ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আরও পড়ুন:  দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা 

২০১৭ সালে তুরস্কের রাজনৈতিক ব্যবস্থা একটি শক্তিশালী প্রেসিডেন্সি সিস্টেম চালু করে এবং প্রধানমন্ত্রীর পদটি বাতিল করা হয়। এর মধ্য দিয়ে এরদোগান ২০১৮ সালে নতুন ভূমিকা পালনের ম্যান্ডেট পান।

আরও পড়ুন: নির্বাচনী প্রতীক আমাদের কাছে, ফের ক্ষমতায় আসব: শরদ  

উল্লেখ্য, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং তুর্কি লিরার দরপতনের কারণে তুরস্কের অর্থনীতি বর্তমানে বেশ সমস্যার মুখে পড়েছে।  তারপরও এরদোগান সুদের হার বাড়াতে রাজি হননি। তিনি বিশ্বাস করেন, সুদের হার বাড়ালে তা মুদ্রাস্ফীতি ঘটায়। তার এ ধারণা প্রচলিত অর্থনৈতিক চিন্তাধারার ঠিক বিপরীত হলেও তিনি এতে অনঢ় রয়েছেন।

এরদোগান বলেন, ‘আমরা এমন একটি পরিষেবা পরিকাঠামো প্রতিষ্ঠা করেছি যার ফলে উন্নত দেশগুলোও এখন তুরস্ককে ঈর্ষা করে। এখন তারা স্বীকার করছে, তুরস্ক সত্যিই একটি অন্যরকম দেশ। এমনকি প্রতিটি বৈশ্বিক সংকট আমাদের দেশের শক্তি সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য সহায়ক হচ্ছে।’