২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রেমাল তাণ্ডব প্রাণ কেড়ে নিল হাওড়ার যুবকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ মে ২০২৪, মঙ্গলবার
  • / 12

আইভি আদক, হাওড়া: রেমাল’ এর প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা এক যুবকের। মৃতের নাম প্রসেনজিৎ গুহ (৩০)। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বর কলোনিতে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। বাড়ির কলিং বেলের বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ঘরের সামনেই বৃষ্টির জমা জলে ওই ঘটনা ঘটে।

বাড়ির লোহার গেট বিদ্যুৎবাহী হয়ে ছিল বলে দাবি মৃতের পরিবারের। প্রসেনজিৎকে বাঁচাতে এসে আহত হন মা ও বোন। প্রসেনজিৎকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘাষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেমাল তাণ্ডব প্রাণ কেড়ে নিল হাওড়ার যুবকের

আপডেট : ২৮ মে ২০২৪, মঙ্গলবার

আইভি আদক, হাওড়া: রেমাল’ এর প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা এক যুবকের। মৃতের নাম প্রসেনজিৎ গুহ (৩০)। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বর কলোনিতে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। বাড়ির কলিং বেলের বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ঘরের সামনেই বৃষ্টির জমা জলে ওই ঘটনা ঘটে।

বাড়ির লোহার গেট বিদ্যুৎবাহী হয়ে ছিল বলে দাবি মৃতের পরিবারের। প্রসেনজিৎকে বাঁচাতে এসে আহত হন মা ও বোন। প্রসেনজিৎকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘাষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।