মগরাহাটে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে পথ অবরোধ
- আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার
- / 32
ওবাইদুল্লা লস্কর, মগরাহাটঃমগরাহাট বেণিপুরে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ স্থানীয়দের।
বুধবার ভরদুপুরে মগরাহাট থানার পশ্চিম যুগদিয়া এলাকায়, প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় গুলিবিদ্ধ হন মোজাম ঢালী ও রেজওয়ান ঢালী নামে দুই ব্যক্তি। এরপর স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনে গিয়ে দেখতে পায় একটি বাগানের পাশে পড়ে রয়েছে তাদের দেহ।
এরপরই মগরাহাট থানার খবর দেয়া হলে মগরাহাট থানার পুলিশ গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তি কে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসলে। চিকিৎসকেরা জানান মোজম ঢালীর মৃত্যু হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সুদের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা মানোয়ার নামে এক ব্যক্তির সঙ্গে তাদের দীর্ঘদিনের বিবাদ ছিল। তবে কি কারনে গুলি এখনো পর্যন্ত জানা যাচ্ছে না।