সংবিধানকে আক্রমণ করেছিল আরএসএস, এখনও তা অব্যাহত: সংঘকে নিশানা কংগ্রেস নেতার
- আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 121
পুবের কলম, ওয়েবডেস্ক: সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর খসড়া সংবিধানের আনুষ্ঠানিক গ্রহণের জন্য ৭৬ বছর আগে গণপরিষদে প্রস্তাব পেশ করেছিলেন। সেই সময় থেকে আম্বেদকর এবং সংবিধান আরএসএসের “ভয়াবহ আক্রমণের” শিকার হয়ে হয়েছিল। বর্তমানেও সেই আক্রমণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় স্বংয়সেবক সংঘকে নিশানা করে বললেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি আরও বলেন, প্রস্তাব উত্থাপনের আগে তাঁর সমাপ্তি ভাষণে আম্বেদকর সংবিধানের খসড়া তৈরিতে কংগ্রেসের ভূমিকার প্রশংসা করেছিলেন।
ইতিহাসের স্মৃতি উস্কে কংগ্রেস নেতার মত, “আজকের দিন, ঠিক 76 বছর আগে, ডঃ আম্বেদকর ভারতের খসড়া সংবিধান আনুষ্ঠানিকভাবে গ্রহণের জন্য গণপরিষদে প্রস্তাব পেশ করেছিলেন। ডঃ আম্বেদকর তাঁর ভাষণের প্রথম অংশে বলেছিলেন, খসড়া কমিটির কাজটি খুব কঠিন হত, যদি এই গণপরিষদ নিছকই একটি টেসেলযুক্ত ফুটপাথ হত। প্রতিটি সদস্য বা প্রতিটি গোষ্ঠী নিজের জন্য একটি আইন ছিল। বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই হত না। বিধানসভার অভ্যন্তরে কংগ্রেস পার্টির উপস্থিতির কারণে বিশৃঙ্খলা এড়ানো গিয়েছিল এবং তার কার্যক্রমে শৃঙ্খলা এসেছিল।” রমেশ জানান, “কংগ্রেস পার্টির শৃঙ্খলার কারণেই খসড়া কমিটি প্রতিটি অনুচ্ছেদ এবং প্রতিটি সংশোধনীর ভাগ্য সম্পর্কে নিশ্চিত জ্ঞানে বিধানসভায় সংবিধান পেশ করতে সক্ষম হয়েছিল। তাই বিধানসভায় সংবিধানের খসড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কংগ্রেস পার্টির সমস্ত কৃতিত্ব রয়েছে।” এরপরই আরএসএস-কে নিশানা করে কংগ্রেস নেতা দাবি করেন, “ডঃ আম্বেদকর এবং একদিন পরে আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার সংবিধান আরএসএসের ভয়াবহ আক্রমণের শিকার হয়েছিল। যা তখন থেকে এখনও অব্যাহত রয়েছে।”



















































