ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে ছিল আর এস এস : মল্লিকার্জুন

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 22
পুবের কলম,ওয়েবডেস্ক : ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বার্ষিকীতে শনিবার সেদিনের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে নিজের এক্স হ্যাণ্ডেলে লিখলেন, সেদিন যখন কংগ্রেস নেতারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে জেলে দিন গুজরান করছিলেন তখন আর এস এস তার বিরোধিতা করেছিল। ১৯৪২ সালে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে করেঙ্গে ইয়ে মরেঙ্গে আন্দোলন শুরু হয়। তার নেতৃত্বে ছিল জাতীয় কংগ্রেস।
অগুনতি মানুষ সেই আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন। আগস্ট দিবসে আমরা সেইসব স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই যাঁরা দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। আর এক কংগ্রেস নেতা জয়রাম রমেশ তাঁর এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, ১৯৪২ এর ৯ আগস্ট কংগ্রেসের শীর্ষ নেতাদের বেশিরভাগই ছিলেন কারাগারে। ১৯৪৪ সালের ৬ মে পর্যন্ত মহাত্মা গান্ধী পুণের আগা খান প্যালেসে নিভৃতবাসে ছিলেন।
নেহরু, প্যাটেল, আজাদ, পন্থ এবং অন্যদের ১৯৪৫ সালের ২৮ মার্চ পর্যন্ত আহমেদনগর দুর্গ কারাগারে বন্দি রাখা হয়। সেই নিয়ে নেহরু ৯ বার প্রায় ৯ বছর জেলবন্দি ছিলেন। সেই সময়ে আর এস এস ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল। সাত বছর পর আর এস এস ভারতের সংবিধানেরও বিরোধিতা করে।