০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে মোদিকে ফোন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের

চামেলি দাস
  • আপডেট : ৫ মে ২০২৫, সোমবার
  • / 275

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান তিনি। সূত্রের খবর মোদি আর পুতিনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। পুতিন বলেন, হামলায় দোষীদের বিচারের আওতায় আনতেই হবে। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তাও দেন তিনি।

পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। সোমবার এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ঠিক এই সময়েই মোদিকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, হামলায় নিরীহদের প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন পুতিন। একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থনের বার্তা দেন তিনি।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

আরও পড়ুন: জাফরাবাদের নিহত বাবা-ছেলেকে নিয়ে রাজনীতির অভিযোগ, ‘যার যা মর্জি’ বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার বিজয় দিবসের ৮০ তম বর্ষপূর্তি উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান। চলতি বছরেই ভারতে বার্ষিক শিখর সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তাতে পুতিনকে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও কীভাবে মজবুত করা য়ায় তা নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয় বলে বিদেশ মন্ত্রক সূ্ত্রে খবর।

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

পহেলগাঁওয়েত জঙ্গি হামলার পর নিন্দা জানিয়ে শোকপ্রকাশ করেছিলন। তিনি লিখেছিলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমার আন্তরিক সমবেদনা রইল। বিভিন্ন দেশের নাগরিকরা এই হামলার শিকার। এমন বর্বরোচিত অপরাধ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আশা করি, হামলার সঙ্গে যুক্ত অপরাধী ও ষড়যন্ত্রকারীরা উপযুক্ত শাস্তি পাবে।’

২২ এপ্রিলের ঘটনায় শুধু রাশিয়া নিন্দা জানায়নি। আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশ নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্ত দিয়েছে। ফ্রান্স এবং ইউকে-এর বিদেশমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন জয়শঙ্কর। সম্প্রতি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও কথা হয় বিদেশমন্ত্রীর। এ বার সরাসরি এই নিয়ে মোদিকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে মোদিকে ফোন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের

আপডেট : ৫ মে ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান তিনি। সূত্রের খবর মোদি আর পুতিনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। পুতিন বলেন, হামলায় দোষীদের বিচারের আওতায় আনতেই হবে। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তাও দেন তিনি।

পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। সোমবার এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ঠিক এই সময়েই মোদিকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, হামলায় নিরীহদের প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন পুতিন। একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থনের বার্তা দেন তিনি।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

আরও পড়ুন: জাফরাবাদের নিহত বাবা-ছেলেকে নিয়ে রাজনীতির অভিযোগ, ‘যার যা মর্জি’ বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার বিজয় দিবসের ৮০ তম বর্ষপূর্তি উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান। চলতি বছরেই ভারতে বার্ষিক শিখর সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তাতে পুতিনকে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও কীভাবে মজবুত করা য়ায় তা নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয় বলে বিদেশ মন্ত্রক সূ্ত্রে খবর।

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

পহেলগাঁওয়েত জঙ্গি হামলার পর নিন্দা জানিয়ে শোকপ্রকাশ করেছিলন। তিনি লিখেছিলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমার আন্তরিক সমবেদনা রইল। বিভিন্ন দেশের নাগরিকরা এই হামলার শিকার। এমন বর্বরোচিত অপরাধ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আশা করি, হামলার সঙ্গে যুক্ত অপরাধী ও ষড়যন্ত্রকারীরা উপযুক্ত শাস্তি পাবে।’

২২ এপ্রিলের ঘটনায় শুধু রাশিয়া নিন্দা জানায়নি। আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশ নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্ত দিয়েছে। ফ্রান্স এবং ইউকে-এর বিদেশমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন জয়শঙ্কর। সম্প্রতি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও কথা হয় বিদেশমন্ত্রীর। এ বার সরাসরি এই নিয়ে মোদিকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।