০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রিসভা গঠন ঋষির, ট্রাসের ৮ মন্ত্রী ছাঁটাই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২২, বুধবার
  • / 132

 

 

আরও পড়ুন: রাজ্যসভায় শপথ নিলেন সুধা মূর্তি

 

আরও পড়ুন: ৩ এমপির পদত্যাগে বিপাকে ঋষি সুনাক

 

আরও পড়ুন: সিট বেল্ট ছাড়া গাড়ি চালিয়ে তুমুল সমালোচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরেই লিজ ট্রাসের মন্ত্রিসভার ৮ মন্ত্রীকে সরিয়ে দেন ঋষি। এরপর নয়া ব্রিটিশ মন্ত্রিসভায় কারা ঢুকলেন তা জানতে সবার আগ্রহ ছিল তুঙ্গে।

 

প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের পর প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভুত সুনাক। মঙ্গলবার বাকিংহ্যাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই রাজা তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। দায়িত্ব পাওয়ার পরই সরকারি কাজ শুরু করেন ঋষি। হাত দেন মন্ত্রিসভা গঠনের কাজে। নয়া প্রধানমন্ত্রীর আদেশে পদত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রাসের আট মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস মগ, আইনমন্ত্রী ব্রান্ডন লুইস, চিফ হুইপ ওয়েন্ডি মর্টন, শিক্ষামন্ত্রী কিট মল্টহাউজ ও টরি চেয়ারম্যান জেক বেরি। এছাড়া আরও রয়েছেন ওয়েল্স বিষয়ক মন্ত্রী রবার্ট বাকল্যান্ড, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে ও ভাতা বিষয়ক মন্ত্রী ক্লোই স্মিথ। এদিকে নতুন মন্ত্রিসভায় নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। গত সপ্তাহেই লিজ ট্রাসের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন সুয়েলা।

 

 

গুরুত্বপূর্ণ পদে কারা?

 

 

 

জেরেমি হান্ট, অর্থমন্ত্রী

 

ডমিনিক রাব, ডেপুটি প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী

 

জেমস ক্লিভারলি, বিদেশমন্ত্রী

 

বেন ওয়ালেস, প্রতিরক্ষামন্ত্রী

 

সুয়েলা ব্রেভারম্যান, স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্টিভ বার্কলে, স্বাস্থ্যমন্ত্রী

 

অলিভার ডাউডেন, চ্যান্সেলর অব দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টার (ব্রিটিশ মন্ত্রিপরিষদের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার মন্ত্রী)

 

গ্রান্ট শ্যাপস, ব্যবসামন্ত্রী

 

পেনি মর্ডান্ট, হাউস অব কমন্সের নেতা এবং কাউন্সিলের লর্ড প্রেসিডেন্ট

 

জিলিয়ান কিগান, শিক্ষামন্ত্রী

 

নাদিম জাহাউই, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান

কেমি ব্যাডেনচ, বাণিজ্যমন্ত্রী

 

সাইমন হার্ট, চিফ হুইপ

 

লর্ড ট্রু, হাউস অব লর্ডসের নেতা

 

ভিক্টোরিয়া প্রেন্টিস, অ্যাটর্নি জেনারেল

 

টম টুগেনধাত, নিরাপত্তামন্ত্রী

 

রবার্ট জেনরিক, অভিবাসনমন্ত্রী

 

অ্যান্ড্রু মিচেল, উন্নয়নমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মন্ত্রিসভা গঠন ঋষির, ট্রাসের ৮ মন্ত্রী ছাঁটাই

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: রাজ্যসভায় শপথ নিলেন সুধা মূর্তি

 

আরও পড়ুন: ৩ এমপির পদত্যাগে বিপাকে ঋষি সুনাক

 

আরও পড়ুন: সিট বেল্ট ছাড়া গাড়ি চালিয়ে তুমুল সমালোচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরেই লিজ ট্রাসের মন্ত্রিসভার ৮ মন্ত্রীকে সরিয়ে দেন ঋষি। এরপর নয়া ব্রিটিশ মন্ত্রিসভায় কারা ঢুকলেন তা জানতে সবার আগ্রহ ছিল তুঙ্গে।

 

প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের পর প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভুত সুনাক। মঙ্গলবার বাকিংহ্যাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই রাজা তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। দায়িত্ব পাওয়ার পরই সরকারি কাজ শুরু করেন ঋষি। হাত দেন মন্ত্রিসভা গঠনের কাজে। নয়া প্রধানমন্ত্রীর আদেশে পদত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রাসের আট মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস মগ, আইনমন্ত্রী ব্রান্ডন লুইস, চিফ হুইপ ওয়েন্ডি মর্টন, শিক্ষামন্ত্রী কিট মল্টহাউজ ও টরি চেয়ারম্যান জেক বেরি। এছাড়া আরও রয়েছেন ওয়েল্স বিষয়ক মন্ত্রী রবার্ট বাকল্যান্ড, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে ও ভাতা বিষয়ক মন্ত্রী ক্লোই স্মিথ। এদিকে নতুন মন্ত্রিসভায় নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। গত সপ্তাহেই লিজ ট্রাসের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন সুয়েলা।

 

 

গুরুত্বপূর্ণ পদে কারা?

 

 

 

জেরেমি হান্ট, অর্থমন্ত্রী

 

ডমিনিক রাব, ডেপুটি প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী

 

জেমস ক্লিভারলি, বিদেশমন্ত্রী

 

বেন ওয়ালেস, প্রতিরক্ষামন্ত্রী

 

সুয়েলা ব্রেভারম্যান, স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্টিভ বার্কলে, স্বাস্থ্যমন্ত্রী

 

অলিভার ডাউডেন, চ্যান্সেলর অব দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টার (ব্রিটিশ মন্ত্রিপরিষদের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার মন্ত্রী)

 

গ্রান্ট শ্যাপস, ব্যবসামন্ত্রী

 

পেনি মর্ডান্ট, হাউস অব কমন্সের নেতা এবং কাউন্সিলের লর্ড প্রেসিডেন্ট

 

জিলিয়ান কিগান, শিক্ষামন্ত্রী

 

নাদিম জাহাউই, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান

কেমি ব্যাডেনচ, বাণিজ্যমন্ত্রী

 

সাইমন হার্ট, চিফ হুইপ

 

লর্ড ট্রু, হাউস অব লর্ডসের নেতা

 

ভিক্টোরিয়া প্রেন্টিস, অ্যাটর্নি জেনারেল

 

টম টুগেনধাত, নিরাপত্তামন্ত্রী

 

রবার্ট জেনরিক, অভিবাসনমন্ত্রী

 

অ্যান্ড্রু মিচেল, উন্নয়নমন্ত্রী