পুবের কলম, ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বজুড়ে কাজের ধরন বদলে দিলেও মধ্যপ্রাচ্যের দুই অর্থনৈতিক শক্তি—সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে—শ্রমশক্তির চাহিদা কমছে না। বরং ২০৩০ সালের মধ্যে এই দুই দেশ মিলিয়ে ১৫ লাখেরও বেশি নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছে একটি বৈশ্বিক শ্রমবাজার সমীক্ষা। মার্কিন সফটওয়্যার সংস্থা ‘সার্ভিসনাউ’ ও ব্রিটিশ প্রতিষ্ঠান ‘পিয়ারসন’-এর যৌথ গবেষণায় বলা হয়েছে, বড় উন্নয়ন প্রকল্প, অবকাঠামো বিস্তার ও অর্থনৈতিক সংস্কারের কারণে এআই ব্যবহারের পরও মানবশ্রমের প্রয়োজন বাড়ছে। সৌদি আরবে ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় নির্মাণ, পর্যটন, লজিস্টিকস ও নতুন অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক বিনিয়োগ হচ্ছে, যার ফলে শ্রমচাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে ডিজিটাল রূপান্তর, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রযুক্তি খাতের সম্প্রসারণ শ্রমবাজারকে আরও গতিশীল করছে। গবেষণায় বলা হয়েছে, এআই মানুষের একঘেয়ে কাজ সহজ করলেও তদারকি, সেবা ও সৃজনশীল কাজে দক্ষ মানবসম্পদের চাহিদা অটুট থাকবে। ফলে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এই দুই দেশে আগামী দিনেও বিস্তৃত সুযোগ তৈরি।
২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার
- 11
সর্বধিক পাঠিত
































