০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রমযানের চাঁদ দেখুন ও খবর পাঠান সউদি সুপ্রিম কোর্টের আহ্বান

ইমামা খাতুন
  • আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 85

প্রতীকী ছবি

 পুবের কলম প্রতিবেদক : আরবে শুক্রবার ২৯ শাবান। শাবানের পরই আরবি চান্দ্রমাস রমযান শুরু। আগের মাস ২৯ বা ৩০ দিনেও শেষ হতে পারে। তাই ২৯ শাবান শেষ হলেই শুক্রবার সন্ধ্যার আকাশে রমযানের চাঁদ দেখা যেতে পারে। সেজন্য সউদি আরবের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দেশের মুসলমানদের কাছে। তারা যেন মাগরিবের সময় খোলা আকাশে বা বাইনোক্যুলার মারফত চাঁদ দেখার চেষ্টা করেন।

 

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

আর চাঁদ দেখা গেলেই সঙ্গে সঙ্গে নির্ধারিত নাম্বারে খবর পাঠায় চাঁদ দেখার প্রমাণ সহ। সরকারের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি রয়েছে জেলা স্তরেও, তারাও খবর পাঠিয়ে দেবে কেন্দ্রীয় স্তরে। তারপর সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণা হলেই মসজিদে মসজিদে শুরু হয়ে যাবে এশার নামাযের সঙ্গে তারাবির নামাযও। সউদি প্রেস এজেন্সি জানিয়েছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে চাঁদ দেখার খবর নিকটস্থ প্রশাসনের অফিসে জানিয়ে দেওয়ার জন্য।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

 

আরও পড়ুন: সংখ্যালঘু নয় এমন আসনে সংরক্ষণ চালুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে মহারাষ্ট্রের সংখ্যালঘু সমাজ

উল্লেখ্য, বিশ্বের মুসলিম অধ্যুষিত এলাকায় শুরু হয়েছে রমযানের প্রস্তুতি। রমযানের ৩০ দিন সূর্যদোয় থেকে সূর্যাস্ত উপবাস ও ইবাদাতের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে ধর্মপ্রাণ মুসলিমরা। উল্লেখ্য, যদি শুক্রবার আরব দেশে চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল শনিবার রোযা শুরু হয়ে যাবে সেখানে। ভারতেও শনিবার চাঁদ দেখা গেলে রবিবার থেকে রমযানের রোযা শুরু হতে পারে। আগের মাস ২৯ দিন হলে চাঁদ দেখার উপর নির্ভর করে রমযানের রোযা। কোভিডমুক্ত পরিবেশে এবার রমযান শুরু হচ্ছে তাই রোযা নিয়ে আগ্রহ বেশি লক্ষ্য করা যাচ্ছে সর্বত্রই। রমযানের পরই আসছে খুশির ঈদ।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমযানের চাঁদ দেখুন ও খবর পাঠান সউদি সুপ্রিম কোর্টের আহ্বান

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার

 পুবের কলম প্রতিবেদক : আরবে শুক্রবার ২৯ শাবান। শাবানের পরই আরবি চান্দ্রমাস রমযান শুরু। আগের মাস ২৯ বা ৩০ দিনেও শেষ হতে পারে। তাই ২৯ শাবান শেষ হলেই শুক্রবার সন্ধ্যার আকাশে রমযানের চাঁদ দেখা যেতে পারে। সেজন্য সউদি আরবের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দেশের মুসলমানদের কাছে। তারা যেন মাগরিবের সময় খোলা আকাশে বা বাইনোক্যুলার মারফত চাঁদ দেখার চেষ্টা করেন।

 

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

আর চাঁদ দেখা গেলেই সঙ্গে সঙ্গে নির্ধারিত নাম্বারে খবর পাঠায় চাঁদ দেখার প্রমাণ সহ। সরকারের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি রয়েছে জেলা স্তরেও, তারাও খবর পাঠিয়ে দেবে কেন্দ্রীয় স্তরে। তারপর সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণা হলেই মসজিদে মসজিদে শুরু হয়ে যাবে এশার নামাযের সঙ্গে তারাবির নামাযও। সউদি প্রেস এজেন্সি জানিয়েছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে চাঁদ দেখার খবর নিকটস্থ প্রশাসনের অফিসে জানিয়ে দেওয়ার জন্য।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

 

আরও পড়ুন: সংখ্যালঘু নয় এমন আসনে সংরক্ষণ চালুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে মহারাষ্ট্রের সংখ্যালঘু সমাজ

উল্লেখ্য, বিশ্বের মুসলিম অধ্যুষিত এলাকায় শুরু হয়েছে রমযানের প্রস্তুতি। রমযানের ৩০ দিন সূর্যদোয় থেকে সূর্যাস্ত উপবাস ও ইবাদাতের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে ধর্মপ্রাণ মুসলিমরা। উল্লেখ্য, যদি শুক্রবার আরব দেশে চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল শনিবার রোযা শুরু হয়ে যাবে সেখানে। ভারতেও শনিবার চাঁদ দেখা গেলে রবিবার থেকে রমযানের রোযা শুরু হতে পারে। আগের মাস ২৯ দিন হলে চাঁদ দেখার উপর নির্ভর করে রমযানের রোযা। কোভিডমুক্ত পরিবেশে এবার রমযান শুরু হচ্ছে তাই রোযা নিয়ে আগ্রহ বেশি লক্ষ্য করা যাচ্ছে সর্বত্রই। রমযানের পরই আসছে খুশির ঈদ।