পুবের কলম ওয়েবডেস্কঃ ২০ বছর পর ফের কাবুলে ক্ষমতা দখল করেছে তালিবানরা। নতুন সরকার গঠন করা এখন শুধু সময়ের অপেক্ষা। এমতাবস্থায় দাঁড়িয়ে বদলে যাচ্ছে কাবুলের দেওয়ালগুলির দৃশ্যপট।
কাবুলের রাস্তায় বের হলেই চোখে পড়বে আফগান চিত্রশিল্পীদের নতুন কাজ। আফগান যুদ্ধের অবসান, দোহা চুক্তি, সাদা-কালো দেয়ালসহ শোভা পাচ্ছে নানা চিত্র। প্রত্যেকটির অর্থবহ তাৎপর্যও রয়েছে। কোথাও আবার শোভা পাচ্ছে তালিবানদের বিজয় স্লোগান। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর প্রশংসাও ঠাঁই পাচ্ছে দেয়ালে। ওমাইদ এইচ শরিফি নামে একজন চিত্রশিল্পী টুইটারে এরকম একটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বদলে যাচ্ছে দৃশ্যপট, রঙ তুলিতে সেজে উঠেছে কাবুলের দেওয়াল
-
সুস্মিতা - আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার
- 106
ট্যাগ :
scenery is changing
সর্বধিক পাঠিত
































