০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পড়ুয়াদের সুরক্ষার্থে কমিটি গঠনের নির্দেশ স্কুলগুলিকে

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 39

পুবের কলম ওয়েব ডেস্কঃ পড়ুয়াদের সুরক্ষার জন্য কমিটি গঠন করতে হবে, স্কুলগুলিকে এমনই নির্দেশ দিয়েছে  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সাত দফা নির্দেশিকা  জারি করেছে  মধ্যশিক্ষা পর্ষদ।

 

আরও পড়ুন: সোমবার থেকে খুলছে স্কুল-মাদ্রাসা-কলেজ

রাজ্যের  স্কুলগুলিতে ডেঙ্গু, ম্যালেরিয়া রোধ, পানীয় জলের  পরীক্ষা-সহ একাধিক বিষয়ে নজর রাখার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি (এসএসএমসি) গঠন করতে হবে। কমিটির নেতৃত্বে থাকবেন  স্কুলের প্রধান শিক্ষক।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাঠ দিতে হবে পড়ুয়াদের, নির্দেশ কেন্দ্রের

 

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

একইসঙ্গে সেই কমিটিতে থাকবেন এক জন মহিলা শিক্ষক, মহিলা শিক্ষক না থাকলে সংশ্লিষ্ট স্কুলের পুরুষ শিক্ষক সেই দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থাকবেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, দুই অভিভাবক, পুলিশ, পরিবার ও সমাজ কল্যাণ দফতরের তরফে দুজন প্রতিনিধি।

 

ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ স্কুলে যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে কমিটিকে। ডেঙ্গু, ম্যালেরিয়া রোধ করতে স্কুল চত্বর পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি স্কুলে পানীয় জল পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে পাঠাতে হবে।

 

সেখানে পরীক্ষার পর পানীয় জল নিরাপদ কি না তা জানা যাবে। এগুলির পাশাপাশি স্কুলেগুলিতে ছাত্রছাত্রীদের জন্য পৃথক শৌচালয়, শিক্ষক ও শিক্ষাকর্মী এবং আগত অতিথিদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ওই কমিটিকে।

 

সিসিটিভির ব্যবস্থা রাখতে স্কুল চত্বরে। এ ছাড়াও রাজ্য সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইফের কর্মসূচির প্রচার চালাতে হবে কমিটিকে। একইসঙ্গে কমিটিকে স্কুল বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করাতে হবে লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে দিয়ে। প্রতি ছ মাস অন্তর এই পরীক্ষা করানোর কাজ করতে হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পড়ুয়াদের সুরক্ষার্থে কমিটি গঠনের নির্দেশ স্কুলগুলিকে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ পড়ুয়াদের সুরক্ষার জন্য কমিটি গঠন করতে হবে, স্কুলগুলিকে এমনই নির্দেশ দিয়েছে  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সাত দফা নির্দেশিকা  জারি করেছে  মধ্যশিক্ষা পর্ষদ।

 

আরও পড়ুন: সোমবার থেকে খুলছে স্কুল-মাদ্রাসা-কলেজ

রাজ্যের  স্কুলগুলিতে ডেঙ্গু, ম্যালেরিয়া রোধ, পানীয় জলের  পরীক্ষা-সহ একাধিক বিষয়ে নজর রাখার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি (এসএসএমসি) গঠন করতে হবে। কমিটির নেতৃত্বে থাকবেন  স্কুলের প্রধান শিক্ষক।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাঠ দিতে হবে পড়ুয়াদের, নির্দেশ কেন্দ্রের

 

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

একইসঙ্গে সেই কমিটিতে থাকবেন এক জন মহিলা শিক্ষক, মহিলা শিক্ষক না থাকলে সংশ্লিষ্ট স্কুলের পুরুষ শিক্ষক সেই দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থাকবেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, দুই অভিভাবক, পুলিশ, পরিবার ও সমাজ কল্যাণ দফতরের তরফে দুজন প্রতিনিধি।

 

ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ স্কুলে যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে কমিটিকে। ডেঙ্গু, ম্যালেরিয়া রোধ করতে স্কুল চত্বর পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি স্কুলে পানীয় জল পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে পাঠাতে হবে।

 

সেখানে পরীক্ষার পর পানীয় জল নিরাপদ কি না তা জানা যাবে। এগুলির পাশাপাশি স্কুলেগুলিতে ছাত্রছাত্রীদের জন্য পৃথক শৌচালয়, শিক্ষক ও শিক্ষাকর্মী এবং আগত অতিথিদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ওই কমিটিকে।

 

সিসিটিভির ব্যবস্থা রাখতে স্কুল চত্বরে। এ ছাড়াও রাজ্য সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইফের কর্মসূচির প্রচার চালাতে হবে কমিটিকে। একইসঙ্গে কমিটিকে স্কুল বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করাতে হবে লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে দিয়ে। প্রতি ছ মাস অন্তর এই পরীক্ষা করানোর কাজ করতে হবে।