পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 184
পুবের কলম ওয়েবডেস্ক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বিবৃতিতে স্বাক্ষর করলেন না ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সীমান্তপারে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাস নিয়ে ভারত বার বার সরব হয়েছে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বিবৃতিতে ভারতের সন্ত্রাস নিয়ে উদ্বেগের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল না বলে খবর।
এসসিও মূলত সদস্যরাষ্টগুলির ঐকমত্যের ভিত্তিতে কাজ করে। ওই বিবৃতিতে রাজনাথ অনুমোদন না দেওয়ায় কোনও যৌথ বিবৃতি ছাড়াই এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন শেষ হয়। বুধবার থেকে চিনের কিংদাও শহরে এসসিও বৈঠক শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। ভারতের পাশাপাশি এই বৈঠকে অংশ নিয়েছে, চিন, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ, কাজাখিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান ও উজবেকিস্তান-সহ মোট ১০ দেশের প্রতিরক্ষামন্ত্রী। বুধবার ওই সম্মেলনে নাম-না করে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে নিশানা করেন রাজনাথ। এসসিও-র অন্যতম সদস্যরাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ মুহাম্মদও ওই সম্মেলনে উপস্থিত ছিলেন।
এসসিও সম্মেলনে বক্তৃতার সময়ে রাজনাথ স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু’মুখো আচরণের কোনও জায়গা নেই! যারা সন্ত্রাসবাদকে নিজেদের স্বার্থে প্রশ্রয় দেয় এবং ব্যবহার করে, তাদের এর পরিণতি ভোগ করতে হবে। এদিন এসসিও সম্মেলন থেকে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “এই লড়াইয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু’মুখো আচরণ করে, সেই দেশগুলির সমালোচনা করতে এসসিও-র কোনও দ্বিধাবোধ থাকা কাম্য নয়।”