০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পথ চলা শুরু শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোর, পুবের কলম ডিজিটালের লেন্সবন্দি পুরো যাত্রাপথ
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 33
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ থেকে চালু হল শিয়ালদহ মেট্রো। সব প্রতীক্ষার অবসান। এখন শিয়ালদহ থেকে মেট্রো চড়ে সেক্টর ফাইভ পৌঁছাতে মাত্র ২০ মিনিট সময় লাগবে। এমবিবিএসের চূড়ান্ত বর্ষের পড়ুয়া দেবযানী পুবের কলমকে জানালেন পুরো যাত্রাপথটাই যেন স্বপ্ন মনে হচ্ছে।
শিয়ালদা ও সল্টলেক সেক্টর ফাইভ-এর মধ্যে চলবে মোট ১০০ টি পরিষেবা, ৫০ টি ইস্ট বাউন্ড ও ৫০ টি ওয়েস্ট বাউন্ড। শিয়ালদহ স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যেও ছিল খুশির আমেজ।
নিত্যদিনের যানজটের হাত থেকে অবশেষে মুক্তি। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এই পুরো যাত্রাপথটার ছবি ক্যামেরাবন্দি করলেন পুবের কলম ডিজিটালের চিত্র সাংবাদিক সন্দীপ সাহা