২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র তাপপ্রবাহ, বিহারের একাধিক স্কুলে অজ্ঞান হয়ে পড়ল ছাত্ররা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ মে ২০২৪, বুধবার
  • / 24

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের একদিকে যখন ঘূর্ণিঝড় রেমালের দাপটে জনজীবন বিপর্যস্ত, তখন অন্যপ্রান্তে তীব্র তাপপ্রবাহে ত্রাহি ত্রাহি রব। মারাত্মক অবস্থায় পৌঁছেছে দিল্লি থেকে বিহারের অবস্থা। দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। রাজধানীর তাপমাত্রা বুধবার পৌঁছেছে ৫২.৯ ডিগ্রিতে সেলসিয়াস। অন্যদিকে মারাত্মক অবস্থায় বিহার। গরমের তীব্রতায় একাধিক জেলায় স্কুলের ছাত্রদের অজ্ঞান হয়ে পড়ার খবর পাওয়া গেছে।পরিস্থিতি পর্যালোচনা করতে বিহারের মুখ্যসচিব ব্রজেশ মেহরোত্রা উচ্চ পর্যায়ের রি-ভিউ বৈঠক করেন।

সরকারি সূত্রে খবর, বুধবার চরম তাপপ্রবাহের কারণে বিহারের অন্তত তিনটি জেলার বেশ কয়েকটি স্কুলের কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। মঙ্গলবারের বিহারের তাপমাত্রা ছিল ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় দিনের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

শেখপুরা জেলার মানকৌলের একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ প্রসাদ জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহ চলছে, ৬/৭ জন ছাত্র গরমের কারণে স্কুলে প্রার্থনার সময় অজ্ঞান হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে বেগুসরাই জেলা এবং পূর্ব চম্পারন জেলার মতিহারি স্কুলে একই ঘটনা ঘটেছে।

ঘটনায় আরজেডি নেতা, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, ‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কি করছেন? শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকারের এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিৎ।’

মৌসম বিভাগ আগামী তিন থেকে চারদিন রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতকর্তার নির্দেশ দিয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তীব্র তাপপ্রবাহ, বিহারের একাধিক স্কুলে অজ্ঞান হয়ে পড়ল ছাত্ররা

আপডেট : ২৯ মে ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের একদিকে যখন ঘূর্ণিঝড় রেমালের দাপটে জনজীবন বিপর্যস্ত, তখন অন্যপ্রান্তে তীব্র তাপপ্রবাহে ত্রাহি ত্রাহি রব। মারাত্মক অবস্থায় পৌঁছেছে দিল্লি থেকে বিহারের অবস্থা। দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। রাজধানীর তাপমাত্রা বুধবার পৌঁছেছে ৫২.৯ ডিগ্রিতে সেলসিয়াস। অন্যদিকে মারাত্মক অবস্থায় বিহার। গরমের তীব্রতায় একাধিক জেলায় স্কুলের ছাত্রদের অজ্ঞান হয়ে পড়ার খবর পাওয়া গেছে।পরিস্থিতি পর্যালোচনা করতে বিহারের মুখ্যসচিব ব্রজেশ মেহরোত্রা উচ্চ পর্যায়ের রি-ভিউ বৈঠক করেন।

সরকারি সূত্রে খবর, বুধবার চরম তাপপ্রবাহের কারণে বিহারের অন্তত তিনটি জেলার বেশ কয়েকটি স্কুলের কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। মঙ্গলবারের বিহারের তাপমাত্রা ছিল ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় দিনের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

শেখপুরা জেলার মানকৌলের একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ প্রসাদ জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহ চলছে, ৬/৭ জন ছাত্র গরমের কারণে স্কুলে প্রার্থনার সময় অজ্ঞান হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে বেগুসরাই জেলা এবং পূর্ব চম্পারন জেলার মতিহারি স্কুলে একই ঘটনা ঘটেছে।

ঘটনায় আরজেডি নেতা, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, ‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কি করছেন? শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকারের এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিৎ।’

মৌসম বিভাগ আগামী তিন থেকে চারদিন রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতকর্তার নির্দেশ দিয়েছে।