২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার বড়ো পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে শাহরুখ খান -সঞ্জয় দত্তকে

পুবের কলম ওয়েবডেস্কঃ দুজনেই বলিউডের বেতাজ বাদশা একজন শাহরুখ খান অপরজন সঞ্জয় দত্ত। এবার একসঙ্গে কিং খান ও সঞ্জু বাবা। এই প্রথমবার শাহরুখ খান ও সঞ্জয় দত্ত কে দেখা যেতে চলেছে বড়পর্দার একটি ছবির মুখ্য চরিত্রে। ছবির নাম “রাখি”।এর আগে অবশ্য ২০১২ সালে মুক্তি পাওয়া “রা ওয়ান” ও “ওম শান্তি ওম” ছবিতে কিছু অংশে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত কে। তবে এবার গোটা ছবিতেই দেখা যাবে এই দুই হিরো কে। সাথে দেখা যেতে পারে আরও দুই বড়ো মাপের অভিনেতা কে। ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য পড়ে সবুজ সংকেত দিয়েছেন শাহরুখ ও সঞ্জয় দু-জনেই।
ছবিটি পুরো অ্যাকশন প্যাক্ট হবে বলেই সম্ভাবনা আছে। দুই অভিনেতার তরফ থেকে ডেট পেলেই শীঘ্রই নাকি ছবির শুটিং শুরু হয়ে যাবে। আবার সঞ্জয় দত্ত যেহেতু ক্যান্সারে আক্রান্ত তাই এই করোনা আবহে তার জন্য স্পেশাল ভাবে সেট এর আয়োজন করা হবে বলেই জানে গেছে। ভায়াকম১৮-ই ছবিটি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন বলেই শোনা যাচ্ছে। আপাতত সঞ্জয় দত্তের হাতে রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার টু এবং ‘শমসেরা। সামনেই ওটিটিতে মুক্তি পাবে সঞ্জয় দত্ত ও অজয় দেবগণের ‘ভূজ! অন্যদিকে কিং খান এখন “পাঠান” নিয়ে ব্যস্ত। তাই ডেট ঠিক হলেই শুরু হবে এই ছবি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বর্ণবিদ্বেষের শিকার এমবিএ পড়ুয়া, খুনকে ‘ভয়াবহ অপরাধ’ বললেন বিরোধী দলনেতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথমবার বড়ো পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে শাহরুখ খান -সঞ্জয় দত্তকে

আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দুজনেই বলিউডের বেতাজ বাদশা একজন শাহরুখ খান অপরজন সঞ্জয় দত্ত। এবার একসঙ্গে কিং খান ও সঞ্জু বাবা। এই প্রথমবার শাহরুখ খান ও সঞ্জয় দত্ত কে দেখা যেতে চলেছে বড়পর্দার একটি ছবির মুখ্য চরিত্রে। ছবির নাম “রাখি”।এর আগে অবশ্য ২০১২ সালে মুক্তি পাওয়া “রা ওয়ান” ও “ওম শান্তি ওম” ছবিতে কিছু অংশে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত কে। তবে এবার গোটা ছবিতেই দেখা যাবে এই দুই হিরো কে। সাথে দেখা যেতে পারে আরও দুই বড়ো মাপের অভিনেতা কে। ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য পড়ে সবুজ সংকেত দিয়েছেন শাহরুখ ও সঞ্জয় দু-জনেই।
ছবিটি পুরো অ্যাকশন প্যাক্ট হবে বলেই সম্ভাবনা আছে। দুই অভিনেতার তরফ থেকে ডেট পেলেই শীঘ্রই নাকি ছবির শুটিং শুরু হয়ে যাবে। আবার সঞ্জয় দত্ত যেহেতু ক্যান্সারে আক্রান্ত তাই এই করোনা আবহে তার জন্য স্পেশাল ভাবে সেট এর আয়োজন করা হবে বলেই জানে গেছে। ভায়াকম১৮-ই ছবিটি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন বলেই শোনা যাচ্ছে। আপাতত সঞ্জয় দত্তের হাতে রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার টু এবং ‘শমসেরা। সামনেই ওটিটিতে মুক্তি পাবে সঞ্জয় দত্ত ও অজয় দেবগণের ‘ভূজ! অন্যদিকে কিং খান এখন “পাঠান” নিয়ে ব্যস্ত। তাই ডেট ঠিক হলেই শুরু হবে এই ছবি।