পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি আবেদন করেছেন।আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাঁর আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।
মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করেই একটি বিদেশি মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠেছিল এই চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স ২ বছরের জন্য সাসপেন্ড করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন।
























