পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর ফলে নিহত পাকিস্তানিদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার কলম্বিয়া সরকার। যা নিয়ে এবার প্রকাশ্যে হতাশা প্রকাশ করলেন শশী থারুর। অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে দেশে দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে মোদি সরকার। দেশের প্রায় সব দলের রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে সেই দল। যেখানে একটি দলের নেতৃত্ব করছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। থারুরের নেতৃত্বে সেই দলে আছেন জেএমএম সাংসদ সরফরাজ আহমেদ, টিডিপি সাংসদ জিএম হরিশ বালযোগী, বিজেপি সাংসদ শশাঙ্ক মানি ত্রিপাঠী প্রমুখ।
সেই দলের গন্তব্য ছিল আমেরিকা, পানামা, গুয়ানা, ব্রাজিল এবং কলম্বিয়া। সম্প্রতি দলটি কলম্বিয়ার রাজধানী বোগোটায় আছে। যেখানে সাংবাদিক বৈঠকে শশী থারুর বলেন, কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় আমরা একটু হতাশ। তারা ভারতের হামলায় নিহত পাকিস্তানিদের জন্য আন্তরিক সমবেদনা জানালেন। সন্ত্রাসবাদের বলি হয়েছেন যারা, তাদের জন্য নয়। আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই, সন্ত্রাসবাদ এবং তার প্রতিরোধকারীদের কোনও ভাবেই এক করে দেওয়া যায় না। কেউ আক্রমণ করে, কেউ প্রতিরক্ষা করে। এরা উভয়ই এক বা সমান নয়। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি মাত্র। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার মীমাংসার জন্য আমরা আছি। কলম্বিয়া সরকারের সামনে ‘অপারেশন সিঁদুর’-এর পর যে পাকিস্তানে ঘটা করে জঙ্গিদের জানাযা, দাফন অনুষ্ঠিত হয়েছে, সে ছবিও তুলে ধরেছে প্রতিনিধিদল।




























