০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাথরাসের ঘটনা ও সাংবাদিকতার হালচাল শোনাতে কলকাতায় আসছেন সিদ্দিক কাপ্পান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২৩, শুক্রবার
  • / 68

পুবের কলম প্রতিবেদক: সবাই জানেন উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কিশোরীর গণধর্ষণ ও খুন হওয়ার ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। সংবাদমাধ্যমেও সেই খবর বহুল প্রচারিত হয়েছিল। সেই সময় খবর করতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হন সিদ্দিক কাপ্পান নামে কেরলের একজন সাংবাদিক। যোগী রাজ্যের পুলিশ তাঁকে গ্রেফতার করে। দু’বছর জেলবন্দি করে রাখা হয় কাপ্পানকে। দেশে নানা সময়ে সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে। সেইসব বিষয় নিয়ে কথা বিশেষকরে নিরপেক্ষ সাংবাদিকতার হালচাল নিয়ে বিস্তারিত আলোচনা হবে কলকাতায়। শুধু তাই নয়, থাকছে একটি ফিল্ম-স্ক্রিনিংও।

জানা গিয়েছে, পিপল্স ফিল্ম কালেকটিভ নামে একটি সংস্থার উদ্যোগেই অনুষ্ঠান হবে কলকাতায়। সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন ও হুমকির মুখেও সাংবাদিকদের সাহসী লড়াইকে নিয়েই আগামী ১৬ জুলাই হাজরার কাছে সুজাতা সদনে বিকেল সাড়ে ৫টা থেকে ‘নিউজ ম্যাটারস’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তব্য রাখবেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান। তিনি বলবেন তাঁর অভিজ্ঞতা এবং সংবাদের স্বাধীনতার লড়াই নিয়ে। সকলের প্রবেশ অবাধ করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

এ নিয়ে আয়োজকদের তরফে কস্তুরী বসু জানান,  হাথরাসের সেই ঘটনা নিয়ে প্রতিবেদন করার জন্য অকুস্থলে যাওয়ার ‘অপরাধে’ জেলে যেতে হয়েছিল কাপ্পানকে। এই ঘটনা ভারতে সংবাদমাধ্যম তথা সাংবাদিকের স্বাধীনতা নিয়ে এক বড়ো প্রশ্নচিহ্ন তুলে ধরেছিল। সংবাদপত্রের স্বাধীনতার বৈশ্বিক তালিকায় ভারত এখন ১৬২ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। তাঁর কথায়, সংবাদমাধ্যমের স্বাধীনতা না থাকলে মানুষের হয়ে কথা বলার কিছু থাকবে না।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

আয়োজকরা জানান, সুজাতা সদনের অনুষ্ঠানে দেখানো হবে সুস্মিত ঘোষ ও রিন্টু থমাসের তৈরি বহু-পুরস্কৃত তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’। নানান বাধার মুখে দাঁড়িয়ে বুন্দেলখণ্ডের দলিত মহিলা সাংবাদিকদের দ্বারা পরিচালিত সংবাদপত্র ও ডিজিটাল সংবাদমাধ্যম ‘খবর লহরিয়া’র যাত্রাপথের গল্প নিপুণতার সাথে জায়গা করে নিয়েছে এই ছবিতে। ছবিটি অস্কারের বেস্ট ফিচার ডকুমেন্টারি বিভাগে ভারত থেকে প্রথমবার নমিনেশন পায় এবং পিবডি পুরস্কার তথা সানডান্স চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে জুরি পুরস্কার ও দর্শক পুরস্কার অর্জন করে।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাথরাসের ঘটনা ও সাংবাদিকতার হালচাল শোনাতে কলকাতায় আসছেন সিদ্দিক কাপ্পান

আপডেট : ১৪ জুলাই ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: সবাই জানেন উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কিশোরীর গণধর্ষণ ও খুন হওয়ার ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। সংবাদমাধ্যমেও সেই খবর বহুল প্রচারিত হয়েছিল। সেই সময় খবর করতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হন সিদ্দিক কাপ্পান নামে কেরলের একজন সাংবাদিক। যোগী রাজ্যের পুলিশ তাঁকে গ্রেফতার করে। দু’বছর জেলবন্দি করে রাখা হয় কাপ্পানকে। দেশে নানা সময়ে সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে। সেইসব বিষয় নিয়ে কথা বিশেষকরে নিরপেক্ষ সাংবাদিকতার হালচাল নিয়ে বিস্তারিত আলোচনা হবে কলকাতায়। শুধু তাই নয়, থাকছে একটি ফিল্ম-স্ক্রিনিংও।

জানা গিয়েছে, পিপল্স ফিল্ম কালেকটিভ নামে একটি সংস্থার উদ্যোগেই অনুষ্ঠান হবে কলকাতায়। সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন ও হুমকির মুখেও সাংবাদিকদের সাহসী লড়াইকে নিয়েই আগামী ১৬ জুলাই হাজরার কাছে সুজাতা সদনে বিকেল সাড়ে ৫টা থেকে ‘নিউজ ম্যাটারস’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তব্য রাখবেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান। তিনি বলবেন তাঁর অভিজ্ঞতা এবং সংবাদের স্বাধীনতার লড়াই নিয়ে। সকলের প্রবেশ অবাধ করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

এ নিয়ে আয়োজকদের তরফে কস্তুরী বসু জানান,  হাথরাসের সেই ঘটনা নিয়ে প্রতিবেদন করার জন্য অকুস্থলে যাওয়ার ‘অপরাধে’ জেলে যেতে হয়েছিল কাপ্পানকে। এই ঘটনা ভারতে সংবাদমাধ্যম তথা সাংবাদিকের স্বাধীনতা নিয়ে এক বড়ো প্রশ্নচিহ্ন তুলে ধরেছিল। সংবাদপত্রের স্বাধীনতার বৈশ্বিক তালিকায় ভারত এখন ১৬২ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। তাঁর কথায়, সংবাদমাধ্যমের স্বাধীনতা না থাকলে মানুষের হয়ে কথা বলার কিছু থাকবে না।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

আয়োজকরা জানান, সুজাতা সদনের অনুষ্ঠানে দেখানো হবে সুস্মিত ঘোষ ও রিন্টু থমাসের তৈরি বহু-পুরস্কৃত তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’। নানান বাধার মুখে দাঁড়িয়ে বুন্দেলখণ্ডের দলিত মহিলা সাংবাদিকদের দ্বারা পরিচালিত সংবাদপত্র ও ডিজিটাল সংবাদমাধ্যম ‘খবর লহরিয়া’র যাত্রাপথের গল্প নিপুণতার সাথে জায়গা করে নিয়েছে এই ছবিতে। ছবিটি অস্কারের বেস্ট ফিচার ডকুমেন্টারি বিভাগে ভারত থেকে প্রথমবার নমিনেশন পায় এবং পিবডি পুরস্কার তথা সানডান্স চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে জুরি পুরস্কার ও দর্শক পুরস্কার অর্জন করে।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি